Thursday, November 13, 2025

জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু! আগামী সপ্তাহেই উপত্যকায় কমিশনের ফুল বেঞ্চ

Date:

লাগাতার জঙ্গি হামলায় রীতিমতো অশান্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। সম্প্রতি একের পর এক হামলায় যেমন সেনা জওয়ানরা (Jawan) শহিদ হয়েছেন তেমনই পাল্টা গুলিতে খতম হয়েছে একাধিক জঙ্গিও। এমন আবহে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের পারদ চড়তে শুরু করেছে উপত্যকায়। আর সেকারণেই নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যাচ্ছেন নির্বাচন কমিশনের (Election Commission of India) আধিকারিকরা। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ অগাস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা শ্রীনগরে পৌছবেন বলে খবর। অন্যদিকে আগামী ১০ অগাস্ট উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে কমিশনের ফুল বেঞ্চ, এমনটাই সূত্রের খবর।

লাগাতার অশান্তি জারি থাকলেও জম্মু ও কাশ্মীরে বিধানসভার ভোট যত দ্রুত সম্ভব সেরে ফেলতে উঠেপড়ে লেগেছে মোদি সরকার। ইতিমধ্যে সুপ্রিম কোর্টও ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভোটপর্ব শেষ করার নির্দেশ দিয়েছে। তাই আর দেরি না করেই পরিস্থিতি খতিয়ে দেখতে অশান্ত উপত্যকায় যাওয়ার তোড়জোড় শুরু নির্বাচন কমিশনের আধিকারিকদের। সূত্রের খবর, ৮ অগাস্ট নির্বাচন কমিশনার রাজীব কুমার, কমিশনার গণেশ কুমার ও এসএস সান্ধু উপত্যকায় পৌছবেন। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পর ১০ অগাস্ট নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শ্রীনগরে যাবেন। সেখানকার প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে তাঁদের বৈঠক হবে বলে খবর। আলোচনার পরই নির্বাচন কমিশনের আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে খবর।

 

গত মে মাসে লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরে ভোটগ্রহণ হয়। ৪ জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশের দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আশাপ্রকাশ করেন, এরপর উপত্যকায় নির্বিঘ্নে বিধানসভা নির্বাচন করানো সম্ভব হবে। কিন্তু তারপর থেকেই লাগাতার জঙ্গি হামলায় অশান্ত হয়ে ওঠে ভূস্বর্গ। উল্লেখ্য, আগামী ৫ অগাস জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পঞ্চম বর্ষপূর্তি। উপত্যকার বিশেষ মর্যাদা প্রত্যাহার করে দুটি প্রথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। এরপরই কেন্দ্রের মোদি সরকারের তুঘলকি সিদ্ধান্তে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। কেন্দ্রের এমন সিদ্ধান্তের পর থেকে বিক্ষোভ-প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে ভূস্বর্গ। তবে এমন পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন হলে সবকিছু নির্বিঘ্নে মিটবে তো? এই আশঙ্কাই এখন কমিশনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে খবর।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version