সেলফি তুলতে গিয়ে পা হড়কে প্রায় ১০০ ফুট গভীর খাদে যুবতী!

সেলফির নেশা আর ফাঁদে একের পর এক দুর্ঘটনার খবর ভাইরাল হলেও হুঁশ ফিরছে না তরুণ প্রজন্মের। এবার নিজস্বী তুলতে গিয়ে মহারাষ্ট্রের সিতারায় (Sitara, Maharastra)প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়লেন ২৯ বছর বয়সি এক যুবতী। দড়ির সাহায্যে স্থানীয়রা তাঁদের উদ্ধার করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (Social Media)।

প্রাকৃতিক দুর্যোগে জেরবার মহারাষ্ট্রের পালঘর, পুনে, সিতারার মতো একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। যেখানে আবহাওয়া দফতর বারবার সতর্ক করছে তখন অতিবৃষ্টি মাথায় নিয়েই সিতারার থসেঘর ঝরনা দেখতে সেখানে গিয়েছিলেন পুনের একদল যুবক যুবতী। প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই বুঁদ হয়েছিলেন যে সেই মুহূর্ত ফ্রেমবন্দি করতে সেলফি তোলার সিদ্ধান্ত নেন নাসির আমির কুরেশি নামের এক যুবতী। আচমকাই পা হড়কে গভীর খাদে পড়ে যান তিনি। দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দড়ি ধরে ওই মেয়েটিকে সাবধানে তুলে আনছেন স্থানীয় এক যুবক। কোনওমতে প্রাণে বেঁচে উপরে উঠে আসার পর তড়িঘড়ি কুরেশিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন।