Thursday, August 21, 2025

৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, সব দায়িত্ব নিয়ে ঘোষণা বাংলাদেশ সেনাপ্রধানের

Date:

অশান্তি থামিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের। সেই সঙ্গে দেশের শান্তি প্রতিষ্ঠা করে সব হত্যার বিচারের সব দায়িত্ব নেন সেনাপ্রধান। অতয়েব দেশের ছাত্র সমাজকে সংঘর্ষের পথে থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। নাগরিকদের উদ্দেশে বার্তা দেওয়ার পরই নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা জানান। সেই সঙ্গে সেনাবাহিনীকে গুলি চালানো থেকে বিরত থাকার সাফ নির্দেশ দেন।

হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে আন্দোলনে এপর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে দাবি। তারই মধ্যে সোমবারই পদত্যাগ করেন শেখ হাসিনা, জানান সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। তার আগেই দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জাতীয় পার্টি ও নিষিদ্ধ জামায়ত ইসলামকে নিয়ে বৈঠকে বসেন সেনা প্রধান। বৈঠক শেষে তিনি জানান, অত্যন্ত শান্তিপূর্ণভাবে বৈঠক হয়েছে। এবং বৈঠকের ফলাফলও খুবই ইতিবাচক। সেই সঙ্গে বৈঠকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, যাঁকে ছাত্রদের সঙ্গে আলোচনার মধ্যস্থতাকারী বলে দাবি করেন সেনাপ্রধান।

দেশের উদ্দেশে ভাষণে সেনাপ্রধান জানান, দেশবাসীর দাবি সেনা পূরণ করবে ও দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। পাশাপাশি অনুরোধ জানান, হত্যা, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকতে। সেনাবাহিনীকে সাহায্য করার আবেদন জানান। তিনি বলেন, “সংঘাতের মাধ্যমে আর কিছু পাবো না। দয়াকরে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, অরাজকতা, সংঘর্ষ থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হব।”

সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, প্রতিটি হত্যা, প্রতিটি অন্যায়ের বিচার হবে। সেনাবাহিনীর তরফ থেকে কোনও গুলি চলবে না বলেও দাবি করেন তিনি। বৈঠকের শেষেই দ্রুত রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের উদ্দেশে গিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবেন বলেও জানান তিনি। তবে সবকিছু ঊর্ধ্বে সংঘাত থামিয়ে সেনাবাহিনীর উপরে আস্থা রাখার বার্তা দেন তিনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version