Tuesday, November 4, 2025

বাংলাদেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! সোমেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক আন্দোলনকারীদের

Date:

সময় যত গড়াচ্ছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই মারাত্মক আকার নিচ্ছে বাংলাদেশ (Bangladesh)। রবিবার সারা দিন ধরে দেশের নানা প্রান্তে চলেছে গুলি। সংঘর্ষের জেরে মৃত্যুপুরী পড়শি দেশ। সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৯৭। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ রয়েছেন বলে সরকারি সূত্রের খবর। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ জন পুলিশকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) পদত্যাগের এক দফা দাবিতে শনিবারই আন্দোলনের ডাক দেন ছাত্র নেতারা। রবিবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ে। এদিনই ছিল আন্দোলনের দ্বিতীয় দফার প্রথম দিন। ঢাকা-সহ ১৪ জেলায় পুলিশ, আধা সেনা ছাড়াও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আওয়ামী লিগ সমর্থকদেরও। তবে দফায় দফায় দেশজুড়ে সংঘর্ষে রবিবার যে ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সেই সংখ্যা লাফিয়ে বাড়ছে। আগের দফায় আন্দোলনে সরকারিভাবে দেড়শো জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকার। যদিও বেসরকারি মতে, মারা গিয়েছেন দু’শোর বেশি মানুষ। নিহতদের মধ্যে ৩৩জন শিশু ও নাবালক বলে জানা গিয়েছে।

এদিকে সোমবার থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবারের মধ্যেই দেশবাসীকে রাজধানীতে পৌঁছে যাওয়ার আর্জি জানানো হয়েছে। এদিকে রবিরার সন্ধ্যা থেকেই অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে গোটা দেশে। সোমবার থেকে তিনদিন ছুটি ঘোষণা করেছে সরকার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version