Wednesday, August 13, 2025

বাংলাদেশে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! সোমেই ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক আন্দোলনকারীদের

Date:

সময় যত গড়াচ্ছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই মারাত্মক আকার নিচ্ছে বাংলাদেশ (Bangladesh)। রবিবার সারা দিন ধরে দেশের নানা প্রান্তে চলেছে গুলি। সংঘর্ষের জেরে মৃত্যুপুরী পড়শি দেশ। সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৯৭। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ রয়েছেন বলে সরকারি সূত্রের খবর। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১৩ জন পুলিশকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) পদত্যাগের এক দফা দাবিতে শনিবারই আন্দোলনের ডাক দেন ছাত্র নেতারা। রবিবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ে। এদিনই ছিল আন্দোলনের দ্বিতীয় দফার প্রথম দিন। ঢাকা-সহ ১৪ জেলায় পুলিশ, আধা সেনা ছাড়াও আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আওয়ামী লিগ সমর্থকদেরও। তবে দফায় দফায় দেশজুড়ে সংঘর্ষে রবিবার যে ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, সেই সংখ্যা লাফিয়ে বাড়ছে। আগের দফায় আন্দোলনে সরকারিভাবে দেড়শো জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকার। যদিও বেসরকারি মতে, মারা গিয়েছেন দু’শোর বেশি মানুষ। নিহতদের মধ্যে ৩৩জন শিশু ও নাবালক বলে জানা গিয়েছে।

এদিকে সোমবার থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবারের মধ্যেই দেশবাসীকে রাজধানীতে পৌঁছে যাওয়ার আর্জি জানানো হয়েছে। এদিকে রবিরার সন্ধ্যা থেকেই অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে গোটা দেশে। সোমবার থেকে তিনদিন ছুটি ঘোষণা করেছে সরকার।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version