যোগ্যশ্রী প্রকল্পে এবার সিভিল সার্ভিসের প্রশিক্ষণের সুযোগ রাজ্যে

যোগ্যশ্রী প্রকল্পের আওতায় এবার সিভিল সার্ভিসের প্রশিক্ষণ শুরু করবে রাজ্য সরকার। জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনিক পদে রাজ্যের মেয়েদের কাজের সুযোগ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্যের তরফে।

রাজ্য সরকারের সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের পড়ুয়ারা গত বছরের ইউপিএসসি পরীক্ষায় ব্যাপক সাফল্য পেয়েছে। সেই সাফল্য থেকে উৎসাহিত হয়েই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান,সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের শিক্ষক অধিকাংশই প্রাক্তন শীর্ষ আমলা। এরাই জেলাতে পড়ুয়াদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ দেবেন । শিক্ষক তালিকায় থাকবেন জেলা শাসক পুলিশ সুপারের মতো পদস্থ আধিকারিকরাও। এই পরিকল্পনা রূপায়িত হলে ছেলে মেয়েদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ নিতে কলকাতায় ছুটে আসতে হবে না।

প্রসঙ্গত, পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার জন্য প্রস্তুত করতে রাজ্য সরকার যোগ্যশ্রী প্রকল্প চালু করে। পরে সাধারণ পড়ুয়াদেরও এই প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন রাজ্যে মোট ৪৬টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বছরে ২৩০০ জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ বিনামূল্যে দিচ্ছিল সরকার। বর্তমানে রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার খোলা হয়েছে। ক্লাস à§§à§§ থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।’যোগ্যশ্রী’-তে ছ’মাসের কোর্স হয়। সপ্তাহে তিনদিন করে ক্লাস করানো হয় এবং ক্লাসের সময়সীমা চার ঘণ্টা। জয়েন্ট, নিট ছাড়াও ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থাও করা হয় এই প্রকল্পে।

Â