প্র.য়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প

থর্পের মৃত্যুর খবর নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প আর আমাদের মধ্যে নেই।

প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প । সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন ইংরেজ ব্যাটার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর প্রয়াণের খবর জানান হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। নিজের সময়কার অন্যতম সেরা ব্যাটার হিসাবেই ক্রিকেটবিশ্বের কাছে পরিচিত ছিলেন থর্প। ইংল্যান্ডের হয়ে দীর্ঘ ১২ বছর ক্রিকেট খেলেছেন তিনি। ইংল্যান্ডের ক্রিকেটে থর্পের অবদানের জন্য ২০০৬ সালে তাঁকে ‘মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ সম্মান দেওয়া হয়।

থর্পের মৃত্যুর খবর নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গ্রাহাম থর্প আর আমাদের মধ্যে নেই। এই ক্ষতি প্রকাশ করার ভাষা নেই। ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার হওয়ার পাশাপাশি সমর্থকদের নয়নের মণি ছিলেন থর্প। ১২ বছর ধরে ইংল্যান্ড ক্রিকেটের হয়ে নিজের সব কিছু দিয়েছেন উনি। শুধুমাত্র ক্রিকেটার নন, পরে কোচ হিসাবেও নিজের জাত চিনিয়েছেন থর্প। এই খারাপ সময়ে ওঁর পরিবারের পাশে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। থর্প সকলের স্মৃতিতে থেকে যাবেন।” তবে কী কারণে থর্পের মৃত্যু হয়েছে তা অবশ্য জানায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

১৯৯৩ সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক থর্পের। ২০০২ সাল পর্যন্ত এক দিনের ক্রিকেট খেলেছেন তিনি। ২০০৫ সালে টেস্ট থেকে অবসর নেন থর্প। ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেছেন থর্প। করেছেন ৬৭৪৪ রান। টেস্টে তাঁর সর্বোচ্চ রান ২০০ রানে অপরাজিত । একদিনের ক্রিকেটে ৮২টি ম্যাচ খেলে ২৩৮০ রান করেছেন থর্প। কেরিয়ারে ৩৪১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন থর্প।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস