Tuesday, November 4, 2025

বৃষ্টির হাত থেকে রেহাই নেই! সোমেই সপ্তাহভর দূর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain)। সোমবার এমনই সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী ৬ থেকে ৮ অগাস্ট বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে কলকাতায় (Kolkata)।

তবে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে বলেই খবর। মূলত, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন। বিশেষ করে সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও বাড়ছে। গত সপ্তাহ থেকে টানা বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, রবিবার রাত পর্যন্ত ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। সেই কারণে বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।


Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version