Friday, August 22, 2025

গাজ়িয়াবাদ থেকে উড়ল হাসিনার বিমান! পরবর্তী গন্তব্য দিল্লি, লন্ডন নাকি অন্য কোথাও?

Date:

গতকাল, সোমবার দুপুরে পদত্যাগ করার পর দেশ ছেড়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sekh Hasina)। যে বিশেষ বিমানে তিনি ভারতে পৌঁছেছিলেন, আজ, মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গিয়েছে। এদিন সকাল ৯টা নাগাদ গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে তা রওনা দিয়েছে বলেই জানা যাচ্ছে। কিন্তু বিমানটিতে আদৌ হাসিনা ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

হাসিনা এবং তাঁর বোন রেহানা রাত কাটিয়েছেন গাজ়িয়াবাদের হিন্ডন এয়ারবেসেই। একটি সূত্র জানাচ্ছে, আরও কিছুদিন দিন গাজ়িয়াবাদেই থাকতে পারেন তিনি। এখনও পর্যন্ত কোনও পক্ষ আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে ভারত হয়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা (Sekh Hasina)। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদ স্থান লন্ডন বলেই মনে করছেন হাসিনা। কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। সেই কারণেই আরও কিছু দিন তাঁকে ভারতে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ব্রিটেন যদি হাসিনাকে একেবারে না করে দেয়, সেক্ষেত্রেও ইউরোপেই কোনও দেশই তাঁর প্রথম পছন্দ। হাসিনার বোন রেহানার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। সেক্ষেত্রে তিনিও রেহানার সঙ্গেই যেতে চাইছেন। অন্যদিকে, হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন। তাঁর কন্যা সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। কিন্তু শেষপর্যন্ত হাসিনা কোথায় যাবেন, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন: ঘোলা জলে মাছ ধরছে সেনা! প্রতিবাদী পড়ুয়ারা চান অন্তর্বর্তী সরকারের প্রধান হোন ইউনুস

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version