Sunday, August 24, 2025

বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে কেন্দ্রের সরকারের সঙ্গে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি তৃণমূলের। তবে যে পদক্ষেপ নেওয়া হবে তা যেন বাংলার মুখ্যমন্ত্রীকে জানানো হয়, সর্বদল বৈঠকে অনুরোধ জানান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সর্বদল বৈঠকে তৃণমূল সাংসদের সেই প্রস্তাবে সম্মতি জানায় কেন্দ্রের সরকারও, জানালেন সুদীপ। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে প্রতিবেশি দেশের সঙ্গে সবথেকে লম্বা সীমান্ত ভাগ করে নেওয়া রাজ্য বাংলার উপরই প্রভাব সবথেকে বেশি পড়ার আশঙ্কা কেন্দ্রের সরকারেরও।

বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্ক ঠিক কোন জায়গায় রয়েছে, সর্বদল বৈঠকে জানালেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।

বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রেখে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পরিস্থিতির উপরও নজর রাখা হচ্ছে বলে জানান বিদেশমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখছে ভারত, দাবি জয়শঙ্করের। হাসিনা সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকার গঠন করার পরে সেখানকার ভারতী নাগরিকদের নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কীভাবে প্রত্যুত্তর দেওয়া হচ্ছে তাও নজরদারির মধ্যে রাখছে ভারত, জানান জয়শঙ্কর।

মূলত বাংলাদেশের অশান্তির পরিস্থিতিতে ভারত কী কী পদক্ষেপ নিয়েছে ভারত, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেন জয়শঙ্কর। হিংসা-বিধ্বস্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতিক বিষয়গুলির প্রতিক্রিয়া কীভাবে দেওয়া হবে, তাও দেশের গুরুত্বপূর্ণ দলগুলিকে জানান বিদেশমন্ত্রী। সেই সঙ্গে আলোচনা হয় পদত্যাগী বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version