Saturday, May 3, 2025

প্রায় দু-মাস আগে বাংলাদেশে (Bangladesh) শুরু হয়েছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন। ধীরে ধীরে সেটি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরকারবিরোধী আন্দোলনে চেহারা নেয়। বিক্ষোভে জ্বলছে গোটা দেশ। পদ ছেড়ে দেশে থেকে চলে এসেছেন আওয়ামী লিগের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheik Hasina)। এমনই পরিস্থিতিতে নাম উঠে আসছে, ছাত্রনেতা নাহিদ ইসলামের। কে তিনি? তিনি কি সত্যিই পড়ুয়া?ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে কোঅর্ডিনেটর হিসেবে তাঁর নাম সামনে আসে। প্রবীণ মুক্তিযোদ্ধা এবং তাঁদের বংশধরদের জন্য ৩০ শতাংশ কোটা পুনর্বহালের বিরোধিতা নিয়ে আন্দোলন শুরু হয়। বাংলাদেশের (Bangladesh) সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পদ্ধতির সংস্কারের দাবি তোলেন ছাত্রছাত্রীরা। মেধাকে হারিয়ে ক্ষমতাকে জিতিয়ে দেওয়ার রাজনৈতিক কারচুপি ছাড়া এটি কিছু নয় বলে অভিযোগ তোলেন ছাত্ররা। নেতৃত্ব দেন নাহিদ।

আন্দোলন চলাকালীন নাহিদকে ২বার অপহরণ করা হয় বলে অভিযোগ। ১৯ জুলাই সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে অন্তত ২৫ জন তাঁকে অপহরণ করেন। অভিযোগ, চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে, তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। দু’দিন পর পূর্বাচল এলাকায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় নাহিদকে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে সূত্রের খবর। এরপরে ২৬ জুলাই ফের তাঁকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অপহরণ করে।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে সোমবার রাতে সাংবাদিক বৈঠক করেন নাহিদ। ছাত্রদের তরফে কোনও ধরনের সরকারকে সমর্থন না করার কথা ঘোষণা করেন তিনি। বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেখানে অভ্যুত্থানকারীদের অংশ থাকবে এবং সমাজের নাগরিকদের প্রতিনিধিত্ব থাকবে।“ সেনা সমর্থিত সরকার বা রাষ্ট্রপতি শাসন- ছাত্ররা মেনে নেবে না হলেই জানান নাহিদ।






Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version