Thursday, August 21, 2025

প্রায় দু-মাস আগে বাংলাদেশে (Bangladesh) শুরু হয়েছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন। ধীরে ধীরে সেটি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরকারবিরোধী আন্দোলনে চেহারা নেয়। বিক্ষোভে জ্বলছে গোটা দেশ। পদ ছেড়ে দেশে থেকে চলে এসেছেন আওয়ামী লিগের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheik Hasina)। এমনই পরিস্থিতিতে নাম উঠে আসছে, ছাত্রনেতা নাহিদ ইসলামের। কে তিনি? তিনি কি সত্যিই পড়ুয়া?ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে কোঅর্ডিনেটর হিসেবে তাঁর নাম সামনে আসে। প্রবীণ মুক্তিযোদ্ধা এবং তাঁদের বংশধরদের জন্য ৩০ শতাংশ কোটা পুনর্বহালের বিরোধিতা নিয়ে আন্দোলন শুরু হয়। বাংলাদেশের (Bangladesh) সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা পদ্ধতির সংস্কারের দাবি তোলেন ছাত্রছাত্রীরা। মেধাকে হারিয়ে ক্ষমতাকে জিতিয়ে দেওয়ার রাজনৈতিক কারচুপি ছাড়া এটি কিছু নয় বলে অভিযোগ তোলেন ছাত্ররা। নেতৃত্ব দেন নাহিদ।

আন্দোলন চলাকালীন নাহিদকে ২বার অপহরণ করা হয় বলে অভিযোগ। ১৯ জুলাই সবুজবাগ এলাকার একটি বাড়ি থেকে অন্তত ২৫ জন তাঁকে অপহরণ করেন। অভিযোগ, চোখ বেঁধে, হাতকড়া পরিয়ে, তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। দু’দিন পর পূর্বাচল এলাকায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় নাহিদকে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে সূত্রের খবর। এরপরে ২৬ জুলাই ফের তাঁকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অপহরণ করে।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে সোমবার রাতে সাংবাদিক বৈঠক করেন নাহিদ। ছাত্রদের তরফে কোনও ধরনের সরকারকে সমর্থন না করার কথা ঘোষণা করেন তিনি। বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেখানে অভ্যুত্থানকারীদের অংশ থাকবে এবং সমাজের নাগরিকদের প্রতিনিধিত্ব থাকবে।“ সেনা সমর্থিত সরকার বা রাষ্ট্রপতি শাসন- ছাত্ররা মেনে নেবে না হলেই জানান নাহিদ।






Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version