কোনও দেশের কাছে আশ্রয় চাননি মা, স্পষ্ট দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) ছেলে সাজিব ওয়াজেদ জয়ের (Sajib Wajed Joy)। তিনি স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনা বিভিন্ন দেশের কাছে আশ্রয়ের জন্য অনুরোধ করেছেন বলে যে খবর ছড়িয়েছে তা একেবারেই ভিত্তিহীন। আমার মা কোথাও আশ্রয় চাননি। সময় যত গড়াচ্ছে ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশ। হিংসা থামার কোনও লক্ষণ তো চোখেই পড়ছে না, উল্টে তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে বড় বিপর্যয়ের মুখে পড়শি দেশ। ইতিমধ্যে সেখানে পতন হয়েছে হাসিনা সরকারের। পরিস্থিতির চাপে প্রধানমন্ত্রিত্বের পদ ছেড়ে দেশে থেকে পালিয়েছেন শেখ হাসিনা। তবে আপাতত ভারতেই রয়েছেন তিনি। এবার হাসিনাকে নিয়ে সমস্ত বিতর্কের জবাব দিলেন ছেলে জয়।
আপাতত দিল্লিতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে আপাতত কিছুদিন সময় দিয়েছেন ভারত। দিল্লির সর্বদলীয় বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। মনিটরিং করছে ভারত। পড়শি দেশের অশান্তি নিয়ে রাজ্যসভায় ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
