Wednesday, November 5, 2025

প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের, জার্মানির কাছে হারল ৩-২ গোলে

Date:

না হল না এবারও। হল না নজির গড়া। প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের। জার্মানির কাছে হরমনপ্রীত সিংরা হারল ৩-২ গোলে। এর হারের ফলে ফাইনালে ওঠা হল না ভারতীয় পুরুষ হকি দলের। তবে অলিম্পিক্সে এখনও পদক জয়ের সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা।

১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে শেষবার হকির ফাইনালে উঠেছিল ভারত। প্যারিস অলিম্পিক্সে আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল আপামোর ভারতবাসী। কিন্তু হল না। শেষমেশ ম্যাচ হারে ভারত ৩-২ গোলে। ম্যাচে একাধিকবার পেনাল্টি কর্নারের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতরা। তবে দুটি গোল হয় পেনাল্টি থেকেই। সেমিফাইনালে আগ্রাসী ভাবে শুরু করে ভারতীয় দল। জার্মানির রক্ষণে ক্রমাগত চাপ তৈরির চেষ্টা করে তারা। ম্যাচের ৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের বাকি সময় সমানে সমানে লড়াই হলেও গোল হয়নি।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন জার্মানি। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান গঞ্জালো পিলেট। ২৭ মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস্টোফার রুয়ের। এরই মধ্যে সমতা ফেরায় ভারত। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নারে হরমনপ্রীতের ফ্লিকে স্টিক ছুঁয়ে সমতা ফেরান সুখজিৎ সিং। তবে ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ৫৪ মিনিটে গোল করে জার্মানিকে এগিয়ে দেন মার্কো। এরপর ম্যাচের শেয মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ভারতীয় দল। জার্মানির গোলরক্ষক দারুণ ভাবে বাঁচিয়ে দেন।

আরও পড়ুন- নজির গড়লেন বিনেশ, অলিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় কুস্তিগির


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version