Tuesday, August 26, 2025

ফের কলকাতায় জোড়া দুর্ঘটনা! মৃত্যু এম আর বাঙুর হাসপাতালের নিরাপত্তারক্ষীর

Date:

ফের বেপরোয়া গতির জের! সেকারণেই জোড়া দুর্ঘটনা শহর কলকাতায় (Kolkata)। ইতিমধ্যে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ টালিগঞ্জ (Tollygaunge) রেলব্রিজের (Railway Bridge) কাছে ঘটে যায় দুর্ঘটনা। এদিন রাতে, কালীঘাটের দিক থেকে বেপরোয়া গতিতে এসে রাস্তার মাঝে রাখা একটি গার্ডরেলে ধাক্কা মারে একটি স্কুটার। গুরুতর আহত অবস্থায় চালককে এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur) নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্রের খবর, মৃত কৃষ্ণেন্দু দাস এম আর বাঙুর হাসপাতালের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ওই যুবক মত্ত অবস্থায় স্কুটার চালাচ্ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

অন্যদিকে, বুধবার সাতসকালে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে সজোরে ধাক্কা মারে এক বেপরোয়া গতির বাইক। এদিন সকাল নটা নাগাদ, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে রাস্তা পারাপারের সময় মহিলাকে ধাক্কা মারে বাইকটি। ঘটনার জেরে রাস্তার ধারে ছিটকে পড়েন মহিলা। তাঁর মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। তড়িঘড়ি ওই মহিলাকে আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে বাইক চালককে আটক করেছে পাটুলি থানার পুলিশ। সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণেই এমন দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।


Related articles

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...
Exit mobile version