Saturday, May 3, 2025

দুর্বল মোদি সরকার! ভিনেশের পক্ষে বিচার চেয়ে ওয়াকআউট তৃণমূল সহ বিরোধী সাংসদদের

Date:

ভিনেশ ফোগতের পদক হাতছাড়ার থেকেও বেশি যে পথে অলিম্পিক থেকেই ছিটকে দেওয়া হল প্রতিবাদী কুস্তিগিরকে তাতেই বিক্ষোভের ঢেউ গোটা দেশ জুড়ে। তার ব্যতিক্রম হল না লোকসভাও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর লোকসভার বক্তব্যের পরে দেশের খেলোয়াড়দের পাশে থাকা নিয়ে সরকারের দুর্বলতার প্রতিবাদ করে ওয়াক আউট করেন বিরোধী দলের সাংসদরা। মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেবও এই প্রতিবাদে যোগ দেন।

বিরোধী সাংসদদের দাবি, যেভাবে নাটকীয় টেকনিকাল বিষয়কে সামনে এনে ভিনেশ ফোগতকে বের করে দেওয়া হয়েছে তাতে গোটা দেশ বিধ্বস্ত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত এবং এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া জোট তাঁর জন্য ন্যায়ের দাবিতে দৃঢ় অবস্থান নিচ্ছে বলে জানান সাংসদরা।

সাংসদ সুস্মিতা দেব দাবি করেন, ভিনেশকে গোটা দেশ চ্যাম্পিয়ন হিসাবেই দেখছে। “আশঙ্কা করছি গোটাটাই ষড়যন্ত্র। ফাইনালের আগেই কী এমন হল যে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থেকে গেল?”, প্রশ্ন সাংসদের।

তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান, ভিনেশ একজন যোগ্য এবং প্রতিশ্রুতিপূর্ণ খেলোয়াড়। তিনি একজন বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছিলেন এবং বুধবার রাতে তাঁর আরও একজন বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল। তাঁর বিষয়ে সরকারের পদক্ষেপ দাবি করেন সাংসদ।

শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত প্রশ্ন করেন, কেনিয়ার মহিলা প্রতিযোগী ৫০০০ মিটার দৌড়ের ক্ষেত্রে বাতিল হয়ে গিয়েছিলেন এই অলিম্পিকেই। তারপরে কেনিয়ার প্রবল প্রতিবাদের মুখে তাঁকে ফের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল অলিম্পিক সংস্থা। তিনি প্রশ্ন তোলেন কেন্দ্রের সরকার এই পরিস্থিতিতে কী করছে।

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version