Sunday, May 4, 2025

বিরোধীদের দাবির চাপে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হলো ওয়াকফ সংশোধনী বিল

Date:

বৃহস্পতিবার দুপুরেই সংসদে ওয়াকফ বিল পেশ হয়েছে। পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার পর তা সংখ্যালঘু মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। তবে ওয়াকফ প্রসঙ্গ উত্থাপন করা মাত্রই সরব হয়েছেন বিরোধীরা। তাঁরা মনে করছেন, হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি উস্কে দিতেই ওই বিতর্কিত বিল পেশের পরিকল্পনা। এবার বিল সংশোধন উত্থাপনের বিরুদ্ধে নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল এবং হিবি ইডেন। সংসদেও ভিন্ন ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করলেন তারা। বিভাজনের রাজনীতির আগুনে ঘি ঢালতেই এমন এক বিতর্কিত বিল পেশ করার পরিকল্পনা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মর্মে জানান, ‘এই বিল সংবিধান বিরোধী, গণতান্ত্রিক স্বার্থের পরিপন্থী, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী, বিভেদকামী’।

সমাজবাদী পার্টির সাংসদ অবধেশ প্রসাদের মতে, ‘বিলটি ওয়াকফ সম্পত্তি দখলের জন্য সরকারের একটি প্রচেষ্টা।’শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, ‘‘জোটের সকলের সঙ্গে আলোচনা করে বিলটি আনা হচ্ছে তো? জেডিইউ এবং টিডিপি কি এই ওয়াকফ বিল দেখেছে এবং বিল পাশে সম্মতি দিয়েছে? যদি তা না হয়ে থাকে তা হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করতে হবে। প্রয়োজনে সংশোধন করতে হবে বিল।’’

১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়। ১৯৯৫ সালে ওয়াকফ আইন সংশোধন করে ওয়াকফ বোর্ডের হাতে সবরকম ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন ক্ষেত্রে বোর্ডের অধিকার নিয়ে বিতর্ক চলছেই। এবার এই বিলে ৪৪টি সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ওয়াকফ আইনের ধারা ৪০ অনুযায়ী, ওয়াকফ বোর্ডের যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসাবে ঘোষণার অধিকার ছিল। এই কারণে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বহু গরিব সংখ্যালঘুর সম্পত্তি, অন্য ধর্মালম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, প্রস্তাবিত সংশোধনটি গ্রাহ্য হলে এই আইনের নতুন নাম হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’। পুরনো আইনটির মধ্যে ৪৪টি সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে অন্যান্য সংশোধনগুলির মধ্যে একটি কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ছাড়াও প্রতি রাজ্যে মুসলিম মহিলা এবং অমুসলিমদের প্রতিনিধিত্ব নিয়েই বোর্ড গঠন করা হবে।

 

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version