রাজ্যসভায় এইবারের বাজেট অধিবেশন অন্য সবকিছুর পাশাপাশি বোধহয় মনে থাকবে চেয়ারপার্সনের সঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের (Jaya Bachchan) বিবাদের জন্য। এমনিতেই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে বিরোধী শিবিরের বিবাদ নতুন কিছু নয়। সেই বিবাদেই নতুন সংযোজন প্রবীণ সাংসদ জয়া বচ্চন। এর আগে নাম নিয়ে একটি গোলমাল চলছে। এবার জয়াকে বাধা দেওযা নিয়ে বাগবিতন্ডা বাধে। ধনকড়ের বিরুদ্ধে ‘অপমানজনক’ আচরণের অভিযোগ তোলেন সমাজবাদী পার্টির সাংসদ।
জয়ার অভিযোগ অস্বীকার করে ধনকড় বলেন, “আপনি যে কেউ হতে পারেন, একজন সেলিব্রিটি হতে পারেন, কিন্তু আপনাকেও ডেকোরাম বুঝতে হবে, নিয়ম মানতে হবে। এনাফ ইজ এনাফ। আমার টোন নিয়ে প্রশ্ন তুলছেন কি করে?“
২৯ জুলাই রাজ্যসভায় (Rajya Sabha) অধিবেশন চলাকালীন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং বলেন, “শ্রীমতী জয়া অমিতাভ বচ্চনজি, আপনি এবার বলুন”। শুনেই মেজাজ হারান বলিউডের ‘রাগি আন্টি’। সাফ জানান, “আমাকে শুধু জয়া বচ্চন বললেই যথেষ্ট।” চিত্রটা পুরো উল্টে যায় ২ অগাস্ট। সেদিন রাজ্যসভায় বলতে উঠে ”জয়া অমিতাভ বচ্চন” বলে নিজের পরিচয় দেন সমাজবাদী পার্টির সাংসদ। বলা মাত্র হাসতে শুরু করেন ধনকড়। শুধু তিনি নন, হাসিতে ভরে ওঠে পুরো অধিবেশন কক্ষ। হেসে ফেলেন জয়া নিজেও। মনে করা হয়, এইবারের মতো হয়তকে বিতর্ক থামল। কিন্তু ফের শুক্রবার ধনকড়-জয়ার বাগযুদ্ধের সাক্ষী রইল রাজ্যসভা। তবে, শুধু সমাজবাদী পার্টি সাংসদ নন, বিরোধী সবদলের সাংসদরাই রাজ্যসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব মূলক আচরণের অভিযোগ তোলেন।