Thursday, August 21, 2025

“দু’লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে ঠেলে দেওয়া যায় না”! নিট (NEET), পিজি (PG)র স্থগিতাদেশের আবেদন খারিজ করে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court Of India)। শুক্রবার মামলাকারী ৪ পড়ুয়ার আবেদন খারিজ করে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পাকাপাকিভাবে স্থগিত করে দিলে দু’লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হবে। সেকারণেই মামলাকারীদের আবেদন উড়িয়ে পরীক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়কেই মান্যতা দিল শীর্ষ আদালত।

উল্লেখ্য, গত ৫ জুলাই ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানানো হয় আগামী ১১ অগাস্ট দু’দফায় ডাক্তারির স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এমন ঘোষণার পরই তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৪ পড়ুয়া। তাঁদের সাফ দাবি, এই পরীক্ষায় প্রথম থেকেই ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। ফের এই পরীক্ষা নেওয়া হলে তা কতখানি স্বচ্ছ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীরা। গত ২৩ জুন দেশজুড়ে নিট-পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই পরীক্ষার ২৪ ঘণ্টা আগে তা স্থগিত করে দেওয়া হয়। এরপর গত ২৩ জুলাই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজির ২০২৪ সালের পরীক্ষা পুরোপুরি বাতিলের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

তবে সম্প্রতি মোদি সরকার এবং ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন সাফ জানিয়েছে, আগামী ১১ অগাস্ট দু’দফায় পরীক্ষা হবে এবং প্রশ্নপত্র ফাঁস আটকাতে দুঘণ্টা আগে তৈরি হবে প্রশ্ন। কিন্তু তাতেও কতখানি দুর্নীতি আটকানো যাবে বা আদৌ সেটা সম্ভব হবে কী না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীদের দাবি, মোদি সরকারের সবকিছুই ভাঁওতাবাজি। পরীক্ষার দুঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি হলে তার যৌক্তিকতা নিয়েও উঠছে প্রশ্ন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version