ফের রেল দুর্ঘটনা, মালদহে লাইনচ্যুত মালগাড়ি! ঘটনাস্থলে রেল আধিকারিকর

দু মাসে এই নিয়ে ৫ বার রেল দুর্ঘটনা। শুক্রবার সকাল পৌনে এগারোটা নাগাদ মালদহে লাইনচ্যুত মালগাড়ি (Goods Train Derailed in Malda))। তেলবোঝাই ট্রেনের ৫টি বগি খুরিয়াল ও কুমেদপুর স্টেশনের মাঝে বেলাইন হয় বলে জানা গেছে। ফের প্রশ্নের মুখে রেল পরিষেবা(Indian Railways)।

যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা থেকে মালগাড়ির লাইনচ্যুত হয়ে যাওয়া ভারতীয় রেলের নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাজেটে বড় বড় বক্তৃতা দেওয়া কেন্দ্রীয় নেতারা যতই বুলেট ট্রেনের গল্প শোনাক না কেন, সংসদে তৃণমূল সাংসদদের রেল সুরক্ষা নিয়ে তোলা প্রশ্ন আসলে আম জনতার কথা বলছে। কাঞ্চনজঙ্ঘা হোক কিংবা কাঞ্চনকন্যা, করমণ্ডল এক্সপ্রেস থেকে শুরু করে ডিব্রুগড় এক্সপ্রেস বা মুম্বই মেল , গত দু’মাসে এই সব ট্রেন খবরের শিরোনামে এসেছে শুধুমাত্র দুর্ঘটনার কারণে। শুক্রবার এনজিপি (NJP Station) থেকে কাটিহার যাওয়ার পথে কুমেদপুরে লাইনচ্যুত হয়ে পড়ে মালগাড়ির পাঁচটি বগি। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে কাটিহার ডিভিশন থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে খবর মিলেছে। কীভাবে বেলাইন হলো ট্রেন তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর না মিললেও রেল নিয়ে যে কার্যত ছিনিমিনি খেলছে কেন্দ্র সরকার (Government of India), এই দুর্ঘটনায় সেই অভিযোগ ফের প্রমাণিত হলো।


Previous articleপ্যারিস অলিম্পিক্সে সোনার পদক জয়, কয়েক মাস আগে ঠিক মতন অনুশীলন করতে পারছিলেন না নাদিম
Next articleবাংলাদেশ অন্তর্বর্তী সরকারে ইউনুসের হাতেই ২৭টি মন্ত্রক, দায়িত্ব দুই ছাত্রনেতা, অধ্যাপকেও