Thursday, August 28, 2025

লোকসভা নির্বাচনে (Loksabha Election)নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour Constituency) থেকে রাজ্যের মধ্যে ৭ লক্ষ ১০ হাজার ভোটের রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটে প্রচারে তিনি কথা দিয়েছিলেন যে জয়ী হওয়ার পর সংসদীয় এলাকার আরও উন্নয়নের মন দেবেন। কথা দিয়ে কথা রাখলেন। জয়ের পরেই নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন সৌজন্য বিনিময় করতে। এবার উন্নয়নের পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপের লক্ষ্যে আজ বিকেলে আমতলায় প্রশাসনিক বৈঠক করবেন অভিষেক (Abhishek Banerjee)।

তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে খবর সংসদীয় এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। ডায়মন্ড হারবারের (Diamond Harbour) উন্নয়নের কাজ কোথায় কতটা হয়েছে, কোন কাজ বাকি আছে, ভোটের কারণে যেসব কাজ মাঝ পথে বন্ধ হয়েছিল সেগুলি কী অবস্থায় আছে—এই সবকিছু পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন অভিষেক। ২০১৪ থেকে এনিয়ে টানা তিনবারের সাংসদ হলেন তিনি। ফলে তাঁর সংসদীয় এলাকার জন্য উন্নয়নে এতটুকু ফাঁক রাখতে চান না সাংসদ। বরাবরই নিজের লোকসভা কেন্দ্রের প্রতি অত্যন্ত যত্নশীল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকী এবার লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এক জনসভায় বলেছিলেন, “ও নিজের কেন্দ্রের জন্য যা করে আমি দেখে অবাক হয়ে যাই।” কোভিড অতিমারি হোক বা আফফান, ইয়াশের মত প্রাকৃতিক বিপর্যয়- ডায়মন্ড হারবারের মানুষের পাশে সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিষেক। মানুষও তাঁকে ভরসার ঝুলি উপুড় করে দিয়েছেন। এর আগেও কয়েক মাস অন্তর এই ধরনের প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে প্রতি বছর নিয়ম করে বই প্রকাশ করে থাকেন তিনি। সেখানে একেবারে বিধানসভা, পঞ্চায়েত এলাকা, ব্লক ধরে উন্নয়নের সার্বিক খতিয়ান দেওয়া থাকে। এবছরও তার ব্যতিক্রম হবে না।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version