Sunday, May 4, 2025

রুপোর পদক কি পাবেন বিনেশ ? মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান

Date:

ওজন ১০০ গ্রাম বেড়ে যাওয়ায় প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল করা হয় ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। এরপর রুপোর পদকের দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন বিনেশ। যেই আবেদনের রায় এখনও বের হয়নি। গতকাল আন্তর্জাতিক ক্রীড়া আদলত থেকে জানান হয় অলিম্পিক্স শেষ হওয়ার আগেই সেই রায় মিলবে। তবে তার আগে এই নিয়ে মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক। নিজের মত জানিয়েছেন তিনি।

এই নিয়ে টমাস বাককে জিজ্ঞাসা করা হয়েছিল, বিনেশের দাবি মেনে কি তাঁকে যুগ্ম ভাবে রুপো দেওয়া হবে? জবাবে বাক বলেন, “না। কারণ, সব কিছুর একটা নিয়ম আছে। আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মেনে চলতে হয়। আমি জানি বিনেশের কাছে বিষয়টা সহজ নয়। ওর জন্য খারাপ লাগছে। কিন্তু নিয়ম তো নিয়মই। সেটা সকলের জন্য সমান। ওকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।”

এখানেই না থেমে তিনি আরও বলেন, “ আমরা এটা বলতে পারি না যে ১০০ গ্রাম ওজন বেশি থাকলে খেলতে দেব, কিন্তু ১০২ গ্রাম বেশি থাকলে দেব না। খেলায় এক সেকেন্ডের হাজার ভাগ করে সিদ্ধান্ত নিতে হয়। এ বারের অলিম্পিক্সেই সেটা দেখা গিয়েছে । তাহলে সেই সব ক্ষেত্রে কী হবে? তবে এখন পুরোটাই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের হাতে। আমরা নিজেদের কথা বলেছি। আন্তর্জাতিক আদালত যে সিদ্ধান্ত নেবে তা আমাদের মানতে হবে।”

এদিকে পিছিয়ে গেল বিনেশের রুপোর আবেদনের রায়। ফোগাটকে নিয়ে কোর্ট অফ আরবিট্রেশনের প্যারিস ট্রাইব্যুনাল (ক্যাস) জানিয়েছে ভারতীয় কুস্তিগির রুপোর আবেদনের রায় পিছিয়ে দেওয়া হয়েছে । পরবর্তী শুনানি আজ রাত ৯:৩০।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version