Saturday, November 8, 2025

বাংলাদেশে মুছে গেলেও কলকাতায় অমলিন, মুজিবের স্মৃতি আগলে তিলোত্তমা

Date:

হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ থেকে কার্যত মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সব স্মৃতি। নক্কারজনক আঘাত হানা হয়েছে মুজিবের প্রতিটি মূর্তিতে। রক্ষা পায়নি ধানমণ্ডির বাড়ি। গোটা বাড়ি জ্বালিয়ে চেষ্টা হয়েছে সব স্মৃতি নিশ্চিহ্ন করে ফেলার।

প্রতিবেশী দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কারিগরের উপর আঘাত এসেছে, তখন কলকাতা সযত্নে আগলে রেখেছে বঙ্গবন্ধুর স্মৃতি। যৌবনে যে ঘরে বসে বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন দেখা থেকে পরিকল্পনা তৈরি করেছিলেন মুজিবর রহমান সেই ঘরকে রীতিমত সংগ্রহালয় করে রাখা রয়েছে এই শহরে।

মধ্য কলকাতার বেকার হস্টেল। এখানেই ২৪ নম্বর ঘরে প্রায় ৫ বছর কাটিয়েছেন মুজিবর রহমান। তখন তিনি তৎকালীন ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন। সেই কলেজই এখন পরিচিত মৌলানা আজাদ কলেজ নামে। ১৯৪২ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এই ঘরেই কাটিয়েছিলেন বঙ্গবন্ধু, যদিও তখনও তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠেননি।

মধ্য কলকাতার এই হস্টেলে সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ধর্মাবলম্বী পড়ুয়ারা থাকতেন। দেশ স্বাধীন হওয়ার পরও সেই ধারা বজায় ছিল। বাংলাদেশের শিক্ষার্থীরাও এখানেই থাকেন, যদিও শেষ কয়েক বছরে সেই সংখ্যাটা প্রায় নেই হয়ে গিয়েছে।

১৯৯৮ সালে বাংলাদেশের অনুরোধে হস্টেলের ২৩ ও ২৪ নম্বর ঘরদুটি সংরক্ষণ করে সংগ্রহশালা তৈরি করা হয়েছে। এখনও তা সাধারণ দর্শক অনুরাগীদের জন্য খোলা। বঙ্গবন্ধু মুজিবর রহমানের গুরুত্বপূর্ণ সব স্মৃতি বাংলাদেশে থাকলেও যতটুকু এই শহরে রয়েছে, তা যে যত্নে আগলে রাখা হবে, বেকার হস্টেল তার প্রমাণ ।

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version