হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে জামিনের আবেদন কেজরির

পর্যবেক্ষণে জানানো হয় তিনি যে কোনও উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারেন। সেই মতো সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ ও জামিনের দাবিতে মামলা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় জামিন অধরা। দিল্লি হাইকোর্ট সিবিআই মামলায় গ্রেফতারির বিরোধিতা করে কেজরিওয়ালের করা মামলা নাকচ করে দিয়েছিল। এবার সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সিবিআই মামলায় জামিনেরও আবেদন করলেন তিনি।

১২ জুলাই সর্বোচ্চ আদালতে ইডি মামলায় জামিন পান কেজরিওয়াল। কিন্তু সিবিআই তাঁকে জুনের ২৬ তারিখ গ্রেফতার করেছিল। তাই তাঁর জেলমুক্তি হয়নি। সিবিআই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। ৫ অগস্ট হাইকোর্ট সেই মামলা নাকচ করে দেয়। তবে জামিনের জন্য রাস্তা খোলা রেখে পর্যবেক্ষণে জানানো হয় তিনি যে কোনও উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারেন। সেই মতো সোমবার সুপ্রিম কোর্টে সিবিআই-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ ও জামিনের দাবিতে মামলা করেন তিনি।