Tuesday, November 4, 2025

বিনেশের ওজন বিতর্ক নিয়ে মুখ খুললেন পিটি ঊষা, দায় চাপালেন ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরের

Date:

ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের পাশে থাকলেও, বিনেশের ওজন না কমার দায় নিচ্ছে না ভারতীয় অলিম্পিক্স সংস্থা। বিনেশের ওজন ১০০ গ্রাম কেন বেশি , সেই দায় ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরেই চাপালেন অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষা। এই নিয়ে দিয়েছেন এক বিবৃতিও।

এই নিয়ে একটি বিবৃতিতে পিটি ঊষা বলেন, “কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলায় কোনও খেলোয়াড়ের ওজন কমানো বা বাড়ানোর দায় পুরোপুরি তার ও তার কোচিং দলের। ভারতীয় অলিম্পিক্স সংস্থার নিযুক্ত চিফ মেডিক্যাল অফিসার পারদিওয়াল ও তাঁর দলের কোনও ভূমিকা এতে নেই। তাই পারদিওয়ালা ও তাঁর দলকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। কোনও সিদ্ধান্তে আসার আগে সকলের উচিত একটু ভেবে দেখা। ” এখানেই না থেলে তিনি আরও বলেন, “ প্যারিসে প্রায় প্রত্যেক খেলোয়াড় নিজের কোচ ও সাপোর্ট স্টাফ পেয়েছেন। এই সব কোচ ও সাপোর্ট স্টাফ দীর্ঘ দিন তাঁদের সঙ্গে কাজ করছেন। প্রতিযোগিতার কয়েক মাস আগে অলিম্পিক্স সংস্থা একটি মেডিক্যাল দল গঠন করেছিল। তাদের কাজ ছিল খেলোয়াড়দের ব্যক্তিগত কোচ ও সাপোর্ট স্টাফকে বাইরে থেকে সাহায্য করা। তাছাড়া যে কয়েক জন খেলোয়াড়ের নিজস্ব কোচ বা পুষ্টিবিদ ছিল না তাঁদের দিকে খেয়াল রাখছিল এই দল। তার বাইরে তাদের কোনও ভূমিকা ছিল না। ”

২০২৪ প্যারিস লিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে নামেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ফাইনালে ওঠেন তিনি। কিন্তু ফাইনালের দিন সকালে জানা যায়, ১০০ গ্রাম ওজন বেশি ভারতীয় কুস্তিগিরের। বাতিল করা হয় বিনেশকে। ভারতীয় কুস্তিগির বাতিল হওয়ার পরে আঙুল ওঠে ভারতীয় অলিম্পিক্স সংস্থার পাঠানো মেডিক্যাল দলের উপর। দীনশ পারদিওয়ালার নেতৃত্বাধীন দল ঠিক মতো কাজ করতে পারেনি বলে অভিযোগ করেন অনেকে। তবে তা কার্যত ঝেড়ে ফেলল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। এদিকে অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন ভারতীয় কুস্তিগির। তাঁর দাবি, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া উচিত। অভিযোগের শুনানিও হয়ে গিয়েছে। এই বিষয়ে রায় ঘোষণা হওয়ার কথা মঙ্গলবার ।

আরও পড়ুন- এবার বিনেশকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?


Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version