Saturday, November 8, 2025

বিনেশের ওজন বিতর্ক নিয়ে মুখ খুললেন পিটি ঊষা, দায় চাপালেন ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরের

Date:

ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের পাশে থাকলেও, বিনেশের ওজন না কমার দায় নিচ্ছে না ভারতীয় অলিম্পিক্স সংস্থা। বিনেশের ওজন ১০০ গ্রাম কেন বেশি , সেই দায় ভারতীয় কুস্তিগির এবং তাঁর কোচের উপরেই চাপালেন অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষা। এই নিয়ে দিয়েছেন এক বিবৃতিও।

এই নিয়ে একটি বিবৃতিতে পিটি ঊষা বলেন, “কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জুডোর মতো খেলায় কোনও খেলোয়াড়ের ওজন কমানো বা বাড়ানোর দায় পুরোপুরি তার ও তার কোচিং দলের। ভারতীয় অলিম্পিক্স সংস্থার নিযুক্ত চিফ মেডিক্যাল অফিসার পারদিওয়াল ও তাঁর দলের কোনও ভূমিকা এতে নেই। তাই পারদিওয়ালা ও তাঁর দলকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। কোনও সিদ্ধান্তে আসার আগে সকলের উচিত একটু ভেবে দেখা। ” এখানেই না থেলে তিনি আরও বলেন, “ প্যারিসে প্রায় প্রত্যেক খেলোয়াড় নিজের কোচ ও সাপোর্ট স্টাফ পেয়েছেন। এই সব কোচ ও সাপোর্ট স্টাফ দীর্ঘ দিন তাঁদের সঙ্গে কাজ করছেন। প্রতিযোগিতার কয়েক মাস আগে অলিম্পিক্স সংস্থা একটি মেডিক্যাল দল গঠন করেছিল। তাদের কাজ ছিল খেলোয়াড়দের ব্যক্তিগত কোচ ও সাপোর্ট স্টাফকে বাইরে থেকে সাহায্য করা। তাছাড়া যে কয়েক জন খেলোয়াড়ের নিজস্ব কোচ বা পুষ্টিবিদ ছিল না তাঁদের দিকে খেয়াল রাখছিল এই দল। তার বাইরে তাদের কোনও ভূমিকা ছিল না। ”

২০২৪ প্যারিস লিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে নামেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ফাইনালে ওঠেন তিনি। কিন্তু ফাইনালের দিন সকালে জানা যায়, ১০০ গ্রাম ওজন বেশি ভারতীয় কুস্তিগিরের। বাতিল করা হয় বিনেশকে। ভারতীয় কুস্তিগির বাতিল হওয়ার পরে আঙুল ওঠে ভারতীয় অলিম্পিক্স সংস্থার পাঠানো মেডিক্যাল দলের উপর। দীনশ পারদিওয়ালার নেতৃত্বাধীন দল ঠিক মতো কাজ করতে পারেনি বলে অভিযোগ করেন অনেকে। তবে তা কার্যত ঝেড়ে ফেলল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। এদিকে অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন ভারতীয় কুস্তিগির। তাঁর দাবি, তাঁকে যুগ্মভাবে রুপো দেওয়া উচিত। অভিযোগের শুনানিও হয়ে গিয়েছে। এই বিষয়ে রায় ঘোষণা হওয়ার কথা মঙ্গলবার ।

আরও পড়ুন- এবার বিনেশকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version