Wednesday, November 12, 2025

‘অপমান সহ্য করতে পারছি না’, পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল

Date:

‘অপমান লাঞ্ছনা আর নিতে পারছি না, স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’ আরজি কর হাসপাতাল (RG Kar Medical College and Hospital) কাণ্ডে মন্তব্য অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। সোমবার সকাল দশটা পনেরো নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের কথা জানান প্রিন্সিপাল। তিনি বলেন, ‘আন্দোলনরত পড়ুয়া এবং রাজ্যবাসীর এটাই কাম্য ছিল।’ গত কয়েকদিন ধরে তিনি এবং তাঁর পরিবারকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, তাঁর সন্তানদের যে যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেই লজ্জায় পদত্যাগ করলেন তিনি।

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ ক্রমশ তীব্র হচ্ছে। সোমবার থেকে কর্ম বিরতির ঘোষণা রাজ্যের সব সরকারি বেসরকারি হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের। নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। সুপার বদল এবং এসিপিকে সরিয়ে দেওয়ার পর প্রিন্সিপালের রেজিগনেশন দাবি করছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। সোমবার সকালে পদত্যাগ করলেন হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি জানান, তাঁর মুখে কথা বসিয়ে কিছু বিরোধী গোষ্ঠী ‘রাজনৈতিক খেলা’ খেলতে চাইছে। তাঁকে বারবার সরকার পক্ষের বলে দোষ চাপানোর চেষ্টা চলছে। তিনি বলেন একজন সরকারি কর্মচারী। যেভাবে অপমান আর লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তাঁকে তা আর সহ্য করা যাচ্ছে না। ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেছেন।

প্রিন্সিপালের পদত্যাগের কথা জানার পর আন্দোলনরত পড়ুয়ারা বলছেন, ঘটনার ৭০ ঘণ্টা পরেও স্থানীয় অথোরিটির তরফে স্পষ্ট করে কিচ্ছু বলা হচ্ছে না। অধ্যক্ষের লিখিত ইস্তফাপত্র দেখতে চান তাঁরা। পাশাপাশি তাঁরা বলছেন এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সমস্ত কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তারদের তরফে প্রেস বিবৃতি জারি করা হবে বলে খবর।


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version