Tuesday, November 4, 2025

সন্দেশখালিতে বিজেপি নেতাদের কী চরিত্র লোকসভা ভোটের সময়ই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে বাংলার মানুষের কাছে। টাকা বিলিয়ে এলাকা অশান্ত করার পর এবার উঠে আসছে ধর্ষণের মত অভিযোগও। বিজেপি মহিলা নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ব্লকের সম্পাদক শুভঙ্কর দাস নামে এক বিজেপি নেতাকেই। নেত্রীর স্বামীকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ওই বিজেপি নেতার বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি বিধানসভার ন‍্যাজাট থানার মেটেখালি এলাকায় বিজেপি নেতার বিরুদ্ধে নেত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। নির্যাতিতা বছর ২৭ এর গৃহবধূ তথা সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী। অভিযোগ, সন্দেশখালি ১ নম্বর ব্লকের মন্ডল সম্পাদক বছর ৩২ এর শুভঙ্কর দাস ঐ নেত্রীর স্বামীকে খুনের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে যাচ্ছে। সেই যন্ত্রণা সহ‍্য করতে না পেরে ন‍্যাজাট থানায় কয়েকদিন আগে লিখিত অভিযোগ দায়ের করেন ঐ নেত্রী।

থানায় অভিযোগ হওয়ার খবর পেয়েই  বাড়ি ছেড়ে পালিয়েছিল ওই নেতা। অভিযোগের ভিত্তিতে ন‍্যাজাট থানার পুলিশ বিজেপি নেতা শুভঙ্কর দাসকে সম্প্রতি বসিরহাট থানা এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা থেকে শুরু করে ব্লক স্তরের বিজেপি নেতারা। দলের নেতার এমন কুকীর্তি নিয়ে কেউই মন্তব্য করতে রাজি হননি। এক প্রকার দায় এড়িয়েই যাচ্ছেন তারা। যদিও বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে শাসক দলের উত্তর ২৪ পরগণার তৃণমূলের এসসি-ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন, “যেখানে প্রধানমন্ত্রী বলছেন বেটি পড়াও, বেটি বাঁচাও। সেখানে তার দলের নেতারাই দলীয় নেত্রীদের ধর্ষণ করছেন। এটাই ওদের সংস্কৃতি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।।”

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version