Thursday, August 21, 2025

আগামিকাল এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষকে সমীহ কুয়াদ্রাতের

Date:

আগামিকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। এএফসি কাপের ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের দল আলতাইন আসির এফসি। সেই ম্যাচে নামার আগে সাবধানি ইস্টবেঙ্গলের হেডস্যার কার্লোস কুয়াদ্রাত। এই ম্যাচে নিজেদের আন্ডারডগ মানলেন লাল-হলুদ কোচ।

গত মরশুমে সুপার কাপ জয় করে ইস্টবেঙ্গল এফসি। এই জয়ের ফলে এএফসি কাপের ছাড়পত্র আদায় করে লাল-হলুদ। আর সেই এএফসি কাপের ম্যাচেই বুধবার নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে নামার আগে কুয়াদ্রাত বলেন, “ আমরা ফেভারিট নই। ৯ বছর পরে আমরা এশীয় পর্যায়ে খেলছি। তবে একটা বিষয় পরিষ্কার ইস্টবেঙ্গলের হার না মানার অ্যাটিটিউড রয়েছে। শেষ পর্যন্ত লড়াই করে । আমরা সেই চেষ্টাই করে যাব। হারার আগেই হার মানব না। পাঁচ বছর আগে আলতাইন আসির কিন্তু ভালো দল ছিল। আমাদের কাছে এটা নতুন একটা পরীক্ষা। ঘরের মাঠে সমর্থকদের সামনে এগিয়ে যাওয়ার এটাই সেরা সুযোগ। ” এরপরই লাল-হলুদের হেডস্যার বলেন, “ বাস্তবটা মেনে চলতে হবে আমাদের। আমাদের দলের অনেক খেলোয়াড়ারের এটাই প্রথম এএফসি ম্যাচ। ওদের দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা ২০ বা তার বেশি সংখ্যক ম্যাচ খেলেছে প্রতিযোগিতায়। আমরা লড়াই করব। সেই সঙ্গে সমর্থকদেরও সমর্থন দরকার। ক্লাবের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। দীর্ঘদিন হয়ে গিয়েছে আমরা এশীয় পর্যায়ে খেলিনি। তবে এই ম্যাচের জন্য আমরা তৈরি। কঠিন একটা পরীক্ষার সামনে আমরা। ওদের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে হবে। ওদের লড়ে দেখাতে হবে যে আমরাও ওদের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে পারি।”

প্রথমবার এএফসি কাপ খেলতে নামছেন নন্দকুমার। সেই ম্যাচের আগে নন্দকুমার বলছেন, “আমি এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। এটাই আমার প্রথম এএফসি ম্যাচ। খেলোয়াড়রা মাঠে নামার অপেক্ষায়। আমরা তৈরি। জয়ের জন্য মাঠে নামব। ”

আরও পড়ুন- স্বাধীনতা দিবসে মানু ভাকের-শ্রীজেশদের সঙ্গে সাক্ষাৎ মোদির


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version