বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় একাধিক জন গ্রেফতার। কলকাতা পুলিশের তরফ থেকেও সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে হামলাকারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্পষ্ট বলেছিলেন, “হামলাকারীদের কাউকে ছাড়া হবে না।
এই ৯ জন যে শুধুমাত্র এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত এমনটা নয়। যে সমস্ত ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে হামলার ঘটনায় আরও বহু মানুষ জড়িয়ে রয়েছে সেটা স্পষ্ট।
বুধবার রাতে শুধু হাসপাতালের ভিতরে নয়, বাইরেও হামলার ঘটনা ঘটেছে। একাধিক পুলিশের গাড়িতে, হাসপাতালের বাইরের পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়। একাধিকজন পুলিশ কর্মীও এই ঘটনায় আহত হয়েছেন বলে খবর।