Wednesday, November 5, 2025

আর জি কর হাসপাতালে স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে বুধবার মধ্যরাতে মহানগর-সহ রাজ্যজুড়ে পথে নেমেছেন মহিলারা। তাঁদের সমর্থন জানিয়ে নেমেছেন অনেক পুরুষও। যোধপুর পার্কে ধর্নায় বসেছেন সুখেন্দুশেখর রায়। তবে এই জমায়েতে কোথাও কোনও রাজনৈতিক পতাকা নেই। শুধুমাত্র রয়েছে জাতীয় পতাকা।

১০ অগাস্ট রাতে প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিংহের একটা ফেসবুক পোস্ট থেকেই এদিনের রাতের কর্মসূচি সূচনা। রাত পৌনে বারোটার সময় এই কর্মসূচির কথা থাকলেও মোটামুটি দশটা থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত উত্তর থেকে দক্ষিণে জড়ো হন মহিলারা। শুধু কলকাতা নয়, হাওড়া-হুগলি-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, মুর্শিদাবাদ মালদহ-সহ বাংলা জুড়েই দাবি ওঠে, “We want justice”। রাত ৯টার আগেই ৮বি বাসস্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলেন অন্যতম উদ্যোক্তা রিমঝিম। বলেন, ‘‘এই বিপুল সাড়া প্রমাণ করে যে, আমাদের সকলের মধ্যেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আমরা জড়ো হয়েছি। বিচার তো আমরা অবশ্যই চাইব। কিন্তু মনে রাখতে হবে, কাঠামোগত পরিবর্তন দরকার। মূলে গিয়ে শোষণের প্রত্যেকটা কারণকে তুলে ধরা দরকার।’’

আরজি কর হাসপাতালের সামনেও জমায়েত হন প্রতিবাদীরা। রাতের শহর দখলের জমায়েতে কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মুখে কালো কাপড় বেঁধে হাজির হন। কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি চত্বরেও একই ছবি। অ্যাকাডেমি চত্বরে বিভিন্ন নাটকের দল এবং সংগঠন ছোট ছোট পথনাটিকা পরিবেশন করেন।

আরও পড়ুন- আরজিকর কাণ্ড: হাইকোর্টের নির্দেশের পরেই সক্রিয় CBI, নমুনা সংগ্রহ হাসপাতালের

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version