Thursday, August 21, 2025

আর জি কর হাসপাতালে স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। এই নারকীয় হত্যাকাণ্ডের বিচার চেয়ে বুধবার মধ্যরাতে মহানগর-সহ রাজ্যজুড়ে পথে নেমেছেন মহিলারা। তাঁদের সমর্থন জানিয়ে নেমেছেন অনেক পুরুষও। যোধপুর পার্কে ধর্নায় বসেছেন সুখেন্দুশেখর রায়। তবে এই জমায়েতে কোথাও কোনও রাজনৈতিক পতাকা নেই। শুধুমাত্র রয়েছে জাতীয় পতাকা।

১০ অগাস্ট রাতে প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিংহের একটা ফেসবুক পোস্ট থেকেই এদিনের রাতের কর্মসূচি সূচনা। রাত পৌনে বারোটার সময় এই কর্মসূচির কথা থাকলেও মোটামুটি দশটা থেকেই কলকাতার বিভিন্ন প্রান্ত উত্তর থেকে দক্ষিণে জড়ো হন মহিলারা। শুধু কলকাতা নয়, হাওড়া-হুগলি-উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, মুর্শিদাবাদ মালদহ-সহ বাংলা জুড়েই দাবি ওঠে, “We want justice”। রাত ৯টার আগেই ৮বি বাসস্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলেন অন্যতম উদ্যোক্তা রিমঝিম। বলেন, ‘‘এই বিপুল সাড়া প্রমাণ করে যে, আমাদের সকলের মধ্যেই ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকেই আমরা জড়ো হয়েছি। বিচার তো আমরা অবশ্যই চাইব। কিন্তু মনে রাখতে হবে, কাঠামোগত পরিবর্তন দরকার। মূলে গিয়ে শোষণের প্রত্যেকটা কারণকে তুলে ধরা দরকার।’’

আরজি কর হাসপাতালের সামনেও জমায়েত হন প্রতিবাদীরা। রাতের শহর দখলের জমায়েতে কেউ জাতীয় পতাকা হাতে, কেউ মুখে কালো কাপড় বেঁধে হাজির হন। কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি চত্বরেও একই ছবি। অ্যাকাডেমি চত্বরে বিভিন্ন নাটকের দল এবং সংগঠন ছোট ছোট পথনাটিকা পরিবেশন করেন।

আরও পড়ুন- আরজিকর কাণ্ড: হাইকোর্টের নির্দেশের পরেই সক্রিয় CBI, নমুনা সংগ্রহ হাসপাতালের

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version