প্রমাণ লোপাটে আর জি করে বুধবার মধ্যরাতে হামলা। বাম-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর জি করে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের নৃশংস ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শুক্রবার রাজপথে মিছিল করেন মমতা। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে সভা করেন তৃণণূল সভানেত্রী। সেখানে থেকে বাম-বিজেপি-র চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। তাঁর অভিযোগ, “আপনারা প্রমাণ লোপাট করতে আর জি করে হামলা করেছিলেন। ফ্লোরটা গুলিয়ে ফেলে আসল ভাঙচুর করতে পারেনি। আপনারা সিসিটিভি ভেঙেছেন।“
এর পরে বিজেপিশাসিত রাজ্যে মহিলাদের উপর হামলার প্রসঙ্গ তুলে তোপ দাগেন মমতা। বলেন, “উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ, মৃত্যুর ন’দিন পর দেহ মিলেছে।“ গুজরাতে গণধর্ষণ, উন্নাও, হাথরসের কাণ্ড, উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ করে খুনের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, “এগুলো কাদের আমলে হয়েছে?“। এর পরে এক এক করে অনিতা দেওয়ান, তাপসী মালিকের ঘটনা মনে করান তৃণমূল সভানেত্রী। অভিযোগ, এগুলি সবই সিপিএমের আমলে হয়েছে। তীব্র কটাক্ষ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “মণিপুর সামলাতে পেরেছন? নাগাল্যান্ড, অসম সামলাতে পেরেছেন? মিথ্যে প্রমাণিত হয়। যতই কুৎসা করা হোক। ওগুলো ফেক ভিডিয়ো। সত্য নয়। সত্য মানতে আমার অসুবিধা নেই।“ তাঁর কথায়, “আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। মণিপুরে মহিলাদের যখন নির্যাতন করা হয়েছে, তখন কেন্দ্রীয় সরকার ক’টা দল পাঠিয়েছে? সত্য ঘটনা সামনে আসুক।“