Friday, August 29, 2025

দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রের মর্যাদা পেতে চলেছে সুন্দরবন

Date:

দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রের মর্যাদা পেতে চলেছে সুন্দরবন। বিশ্বব্যাংকের সহযোগিতায় সুন্দরবনের দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচি হাতে নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই প্রকল্পের অনুমোদন দিয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এই প্রকল্পের রূপায়ণ শুরু হওয়ার কথা। যা সম্পূর্ণ হলে বাঘেদের দ্বিতীয় বৃহত্তম আবাস হয়ে উঠবে এই বনাঞ্চল।

এ প্রসঙ্গে শিল্প, বাণিজ্য ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, পরিকল্পিত প্রকল্পটির ব্যয় হবে ৪১০০ কোটি টাকা। এর মধ্যে ৭০ শতাংশ অর্থাৎ ২৮৭০ কোটি টাকা বহন করবে বিশ্বব্যাংক এবং বাকি ৩০ শতাংশ অর্থাৎ ১২৩০ কোটি টাকা বহন করবে রাজ্য সরকার।

আরও পড়ুন- আর জি কর থেকে উত্তরবঙ্গে পাঠানো হল সন্দীপের স্ত্রীকে, রুটিন বদলি দাবি স্বাস্থ্য দফতরের

‘সুস্থায়ী সমুদ্র সম্পদ ও অর্থনীতি সমন্বয়’ নামক এই প্রকল্পটি ২০২৯-৩০ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মাধ্যমে মূলত ব-দ্বীপের বিপর্যয় মোকাবিলা পরিকাঠামোকে মজবুত করে তোলা হবে সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম হাজরা জানান, ৩৯টি দ্বীপের নদী বাঁধ শক্তিশালী করা হবে। বর্তমানে ২৫৮৫.৮৯ বর্গ কিলোমিটার বনভূমি সুন্দরবন বাঘ সংরক্ষণাঞ্চলের আওতায় রয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে সংরক্ষিত বনভূমির পরিমাণ বেড়ে হবে ৩৬২৯.৫৭ বর্গ কিলোমিটার। রাজ্যের প্রধান বন্যপ্রাণী সংরক্ষক দেবল রায় জানান, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মতলা ও রামগঙ্গা রেঞ্জকে এই বিস্তৃত এলাকার আওতায় আনা হচ্ছে। বর্তমানে সুন্দরবনে ১০১টি বাঘ রয়েছে এবং এটি দেশের সপ্তম বৃহত্তম বাঘ সংরক্ষণাঞ্চল হিসাবে চিহ্নিত। নতুন তিনটি বন এলাকা যোগ হলে এটি দেশের সর্ববৃহৎ বাঘ সংরক্ষণাঞ্চল হবে, যা অন্ধ্রপ্রদেশের নগরজুনা সাগরকে ছাপিয়ে যাবে। বর্তমানে দেশে এ ধরনের ৫৫টি বাঘ সংরক্ষণাঞ্চল রয়েছে।

অন্যদিকে, এই ঘোষণায় ছোট মাছ ধরার সংগঠনগুলি উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, এর ফলে সীমান্তবর্তী মাছ ধরার পেশাজীবীদের জীবিকা বিপন্ন হবে। তবে বন বিভাগ এই অভিযোগ অস্বীকার করেছে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version