Thursday, November 6, 2025

যোগীরাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির পর্দাফাঁস: ৬৯ হাজার মেধা তালিকা বাতিল এলাহাবাদ হাইকোর্টের

Date:

বড়সড় আপডেট যোগীরাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায়। এবার দুর্নীতির অভিযোগে ৬৯ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা বাতিল করে দিল এলাহাবাদ হাই কোর্ট। পাশাপাশি রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ্ব মেধা তালিকা প্রকাশের নির্দেশও দিয়েছে আদালত। তবে সেই মেধাতালিকা বেসিক এডুকেশন রুলস এবং রিজার্ভেশন গাইডলাইনসের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।

ঘটনার প্রেক্ষাপট ২০১৮ সালের ডিসেম্বর। প্রাথমিকে ৬৯ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার। এর পরের বছর অর্থাৎ ২০১৯ সালে এই পরীক্ষায় প্রায় ৪১০০০০ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং তার পরের বছর ২০২০ সালে পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। সেই ফলাফলে প্রায় ১৪৭০০০ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন যাদের মধ্যে প্রায় ১১০০০০ জন প্রার্থী সংরক্ষিত শ্রেণীভূক্ত।

কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ব্যপক অস্বচ্ছ্বতা হয়েছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন বেশ কিছু চাকুরীপ্রার্থী। অভিযোগ, প্রায় ১৯০০০ জন প্রার্থীকে সংরক্ষণের সুবিধা না দিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপরই সেই নিয়োগ সংক্রান্ত মামলা শুরু হয় এলাহাবাদ হাইকোর্টে। প্রায় ছয় বছর মামলা চলার পর শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট সেই নিয়োগ সংক্রান্ত পুরো মেধাতালিকা বাতিল করার সিদ্ধান্ত নেয়। হাইকোর্টের পর্যবেক্ষণ যে নিয়োগে অস্বচ্ছ্বতা রয়েছে। মেধাতালিকা বাতিলের পাশাপাশি রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। নতুন মেধাতালিকা সঠিকভাবে রিজার্ভেশন নীতি এবং শিক্ষা নিয়ম মেনে প্রস্তুত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- NCRB রিপোর্ট: অন্যতম নিরাপদ মেট্রো শহর কলকাতা, বাংলায় অপরাধের হার সবচেয়ে কম

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version