Thursday, August 21, 2025

যোগীরাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির পর্দাফাঁস: ৬৯ হাজার মেধা তালিকা বাতিল এলাহাবাদ হাইকোর্টের

Date:

বড়সড় আপডেট যোগীরাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায়। এবার দুর্নীতির অভিযোগে ৬৯ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা বাতিল করে দিল এলাহাবাদ হাই কোর্ট। পাশাপাশি রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যে একটি স্বচ্ছ্ব মেধা তালিকা প্রকাশের নির্দেশও দিয়েছে আদালত। তবে সেই মেধাতালিকা বেসিক এডুকেশন রুলস এবং রিজার্ভেশন গাইডলাইনসের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।

ঘটনার প্রেক্ষাপট ২০১৮ সালের ডিসেম্বর। প্রাথমিকে ৬৯ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার। এর পরের বছর অর্থাৎ ২০১৯ সালে এই পরীক্ষায় প্রায় ৪১০০০০ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং তার পরের বছর ২০২০ সালে পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। সেই ফলাফলে প্রায় ১৪৭০০০ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হন যাদের মধ্যে প্রায় ১১০০০০ জন প্রার্থী সংরক্ষিত শ্রেণীভূক্ত।

কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ব্যপক অস্বচ্ছ্বতা হয়েছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন বেশ কিছু চাকুরীপ্রার্থী। অভিযোগ, প্রায় ১৯০০০ জন প্রার্থীকে সংরক্ষণের সুবিধা না দিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপরই সেই নিয়োগ সংক্রান্ত মামলা শুরু হয় এলাহাবাদ হাইকোর্টে। প্রায় ছয় বছর মামলা চলার পর শুক্রবার এলাহাবাদ হাইকোর্ট সেই নিয়োগ সংক্রান্ত পুরো মেধাতালিকা বাতিল করার সিদ্ধান্ত নেয়। হাইকোর্টের পর্যবেক্ষণ যে নিয়োগে অস্বচ্ছ্বতা রয়েছে। মেধাতালিকা বাতিলের পাশাপাশি রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। নতুন মেধাতালিকা সঠিকভাবে রিজার্ভেশন নীতি এবং শিক্ষা নিয়ম মেনে প্রস্তুত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- NCRB রিপোর্ট: অন্যতম নিরাপদ মেট্রো শহর কলকাতা, বাংলায় অপরাধের হার সবচেয়ে কম

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version