Sunday, November 9, 2025

রবিতে বাতিল ডুরান্ড কাপের ডার্বি: ভুলবার্তা এড়াতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি কুণালের

Date:

বাতিল ডুরান্ড কাপের ডার্বি। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে বাতিল করে দেওয়া হয় ডুরান্ডের বড় ম্যাচ। জানা যাচ্ছে, ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। যার ফলে ইস্ট-মোহন দু’দলই পাচ্ছে এক পয়েন্ট করে। এদিকে ডার্বি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা তৃণমূলের নেতা তথা মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। ডার্বির সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন তিনি। ডার্বির পক্ষে কুণাল ঘোষ।

বেশ কয়েক দিন ধরেই জল্পনা ছিল ডুরান্ডের ডার্বি নিয়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে ডার্বির নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। এই নিয়ে শনিবার ডুরান্ড কমিটি ও বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের শেষে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে নিরাপত্তা জনিত সমস্যার কারণে বাতিল ডুরান্ড কাপের ডার্বি। সূত্রের খবর, শহরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, শহরে বিভিন্ন জায়গায় এত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে যে ডার্বির জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন সম্ভব নয়।

এদিকে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দু’দলের সমর্থকেরাই আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছিলেন। সূত্রের খবর, আগামিকাল এই নিয়ে দু’দলের সমর্থকদের ছিল এক বিশেষ প্রতিবাদ।

এদিকে ডার্বি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা তৃণমূলের নেতা তথা মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন তিনি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, “ আমি একজন মোহনবাগান ও তৃণমূল সমর্থক হিসেবে কাল রবিবার ডুরান্ড ডার্বির পক্ষে। প্রশাসন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। যদি কেউ ‘বিচার চাই’ ব্যানার দেখায়, দেখাক। উস্কানির অন্য ব্যানার উপেক্ষা করুন। কিন্তু ডার্বি স্থগিতে ভুলবার্তা যাবে। বামরাম কুৎসা বাড়বে। খেলা হোক।”

আরও পড়ুন- দেশে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন বিনেশ, স্বাগত জানাতে সাক্ষী-বজরং


Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version