Wednesday, August 20, 2025

প্রকাশ্যে আসতে ভয়, ডাক্তারদের তথ্য সিবিআই-কে দেবেন কুণাল

Date:

Share post:

আর জি কর নিয়ে গত আটদিনে ভাইরাল হয়েছে বহু ভুয়ো তথ্য। তাতে জীবন বিপন্ন হয়েছে নিরীহ অনেক মানুষেরও। কলকাতা পুলিশ সেই সব ভুয়ো প্রচারের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। কিন্তু তদন্তে সাহায্য় করতে পারে এমন তথ্য প্রমাণ নিয়ে সামনে আসতে পারেননি কেউ। তাঁদের মধ্যে অনেকেই বিভিন্ন ভয়ে পিছিয়ে থেকেছেন। এবার তাঁরাই প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের মাধ্যমে সিবিআই-এর হাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যপ্রমাণ তুলে দিতে এগিয়ে এসেছেন। জুনিয়র ও পড়ুয়া ডাক্তারদের অনুরোধে সেই তথ্য প্রমাণ সিবিআই-এর হাতে তুলে দেবেন কুণাল।

শিক্ষকদের চাকরির ইস্যুতে নিরপেক্ষভাবে সমস্যার সমাধানে চাকরিপ্রার্থী ও যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। নিজে উদ্যোগী হয়ে শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোলার পথে হেঁটেছিলেন। সেই উদাহরণ থেকে এবার আর জি করের নির্যাতিতার বিচারে ও রাজ্যের হাসপাতালগুলির অচলাবস্থা কাটাতে জুনিয়র ও পড়ুয়া ডাক্তাররা নিজেরাই দেখা করলেন কুণাল ঘোষের সঙ্গে। এই প্রসঙ্গে কুণাল জানান, “তাঁরা যোগাযোগ করেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাঁরা জানিয়েছিলেন। সেটা সম্পূর্ণ ছিল না। আমি তাদের আরও বিস্তারিত তাঁদের জানাতে বলেছিলাম। আমারও কিছু জিজ্ঞাস্য ছিল। গত দুদিনে তাঁরা যোগাযোগ করেছেন।”

মূলত তদন্তকারী সংস্থার হাতে তাঁরা কিছু তথ্য তুলে দিতে চান। সেই কাজে তাঁরা সাহায্য চেয়েছেন কুণাল ঘোষের। তিনি জানান, “তাঁদের অনুরোধ তাঁদের কিছু বক্তব্য আছে। তাঁরা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। কোনও এক চক্রের বিরুদ্ধে তাঁদের কিছু বক্তব্য রয়েছে। তাঁদের অনুরোধ তাঁরা যদি আমার কাছে দেন আমি পুলিশকে দিতে পারি কিনা। এখন পুলিশ নেই সিবিআই। রবিবারের মধ্যে তাঁরা জানিয়েছেন তাঁদের যা বক্তব্য তথ্য প্রমাণ সহ আমার হাতে দেবেন। আমি যেন দয়া করে সিবিআই-এর দিই। আমি সিবিআই-এর হাতে পৌঁছে দেব।”

spot_img

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...