Monday, May 5, 2025

না জানিয়েই সিদ্ধান্ত! স্বাস্থ্য দফতরের বদলির নির্দেশিকা স্থগিত মুখ্যমন্ত্রীর

Date:

শুক্রবার জারি হল বদলির নির্দেশিকা। শনিবারই তা বাতিল করতে বাধ্য হল রাজ্যের স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়াই রাজ্য স্বাস্থ্য দফতর ৪৩ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বদলির নির্দেশিকা জারি করার ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিল করতে হল। আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দফতর ও রাজ্য প্রশাসনের যে কোনও সিদ্ধান্ত নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়ছে বিরোধীরা। সেই সঙ্গে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্বও। সেই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের বদলির সিদ্ধান্ত কখনই অনুমোদন করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য দফতরে বদলির প্রয়োজন ছিল। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস যেমন জানিয়েছেন, সেখানে বিভিন্ন বিভাগে ডাক্তারের সংখ্যার স্বল্পতা ছিল। সেখানেও ডাক্তার চেয়ে আর্জি জানানো হয়েছিল স্বাস্থ্য দফতরে। অধ্যক্ষ জানান, বদলির প্রক্রিয়া রুটিনমাফিক ছিল। অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রগুলিকে মাথায় রেখে রুটিন বদলির প্রক্রিয়া শুক্রবার শুরু করে স্বাস্থ্য দফতর। জারি হয় ৪৩ জনের বদলির নির্দেশিকা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই রুটিন প্রক্রিয়াকেও সমালোচনার মুখে পড়তে হয়।

এরপরই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বদলি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। অভিযোগ উঠতে থাকে প্রতিবাদ আন্দোলনে যোগ দেওয়ার জন্যই তাঁদের বদলি করা হয়েছে। রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নামে বিজেপি। কোনও ধরনের বিরূপ প্রতিক্রিয়া যাতে না তৈরি হয় তার জন্য স্বাস্থ্য দফতরের ও হাসপাতাল মেডিক্যাল কলেজগুলিতে প্রয়োজন থাকলেও, বর্তমান পরিস্থিতিতে কোনও বদলির উপর স্থগিতাদেশ দেওয়া হয়।

Related articles

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...
Exit mobile version