Wednesday, November 5, 2025

গুজব, ভুল বার্তা! বিজেপির লকেট, দুই ডাক্তারকে তলব কলকাতা পুলিশের

Date:

Share post:

একের পর এক ভুল খবর। বিভ্রান্তি ছড়ানো সোশ্যাল মিডিয়া পোস্ট। বারবার কলকাতা পুলিশের পক্ষ থেকে বারণ করার পরেও ভুল বার্তা ছড়ানো বন্ধ না হওয়ায় এবার পদক্ষেপ নেওয়া শুরু। রবিবার রাজ্যের দুই ডাক্তার, প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দুজন ডাক্তারকে লালবাজারে তলব করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে শনিবার মধ্যরাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কলকাতা পুলিশকে নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কেও লালবাজারে তলব করা হল।

আর জি কর কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ করা থেকে ছবিও প্রকাশ করতে হাত কাঁপেনি নির্যাতিতার জন্য সোশ্যাল মিডিয়ার বিদ্রোহীদের। নির্যাতিতার পরিচয় প্রকাশ করার অভিযোগে কলকাতার চিকিৎসক কুণাল সরকারকে রবিবার ডেকে পাঠানো হয়েছে। একই অভিযোগ চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধেও। বিকাল ৩টের মধ্যে তাঁদের লালবাজারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দুই ডাক্তারের দাবি তাঁরা নির্যাতিতার পরিচয় প্রকাশ করেননি।

আরও একটি মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। আর জি করের ঘটনা নিয়ে ভুল বার্তা সোশ্যাল মিডিয়ায় পেশ করার জন্য তাঁর বিরুদ্ধে মামলা করে কলকাতা পুলিশ। তাঁকেও বিকাল ৩টের মধ্যে লালবাজারে ডাকা হয়েছে।

অন্যদিকে শনিবার রাতে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ সুখেন্দু শেখর রায়। একদিকে স্নিফার ডগের প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদেরও দাবি করেন তিনি। সেই পোস্টের প্রেক্ষিতে এবার রবিবার লালবাজারে তলব করা হয় তৃণমূল সাংসদকেও।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...