Wednesday, August 13, 2025

গোটা রাজ্যে, সোশ্যাল মিডিয়ায় যখন কলকাতা পুলিশের বিরুদ্ধে এক প্রকার উস্কানিমূলক চক্রান্ত চলছে, সেই সময় খোদ আর জি কর হাসপাতালে পুলিশের হাত থেকে রাখি পরলেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। অন্যদিকে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে বিচারের দাবি জানানো আর্ম ব্যান্ড বাঁধলেন পুলিশকর্মীরাও।

রাখির দিন আর জি করের পড়ুয়ারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবছর তাঁরা কালো রাখি পরবেন। নির্যাতিতার বিচারের দাবির পাশাপাশি তাতে নিরাপত্তার দাবির কথা থাকবে। সকাল থেকে সেই মতই রাখি পরেননি তাঁরা। সকালে সেখানেই বিচারের দাবি জানিয়ে কালো ব্যান্ড পরেন। আর তারপরেই আর জি করের পরিবেশ যেন একটু হালকা হয়ে যায়।

কলকাতা পুলিশের ছোট্ট প্রতীক দেওয়া রাখি পরার অনুরোধ ফেলেননি আর জি করের আন্দোলনকারী ডাক্তাররা। সৌভ্রাত্বের প্রতীক কলকাতা পুলিশের থেকে গ্রহণ করেন পুরুষ থেকে মহিলা ডাক্তাররা। তাঁরা জানান, যে কোনও সমস্যায় আগে কলকাতা পুলিশকেই প্রয়োজন হবে। যেন তাঁদের পাশে পান, সেই আশাতেই তাঁদের থেকে রাখি পরেছেন তাঁরা।

কলকাতা পুলিশকর্মীরা জানান, যা ঘটেছে তার সঠিক বিচার তাঁরাও দাবি করছেন। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন কিছু কোনওদিনও না ঘটে তার প্রার্থনাও তাঁরা করেন। কলকাতা পুলিশকেও নিরাপত্তায় যে কোনও পরিস্থিতিতে পাশে পাওয়ার দাবি জানান পড়ুয়ারা।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version