Monday, May 5, 2025

গোটা রাজ্যে, সোশ্যাল মিডিয়ায় যখন কলকাতা পুলিশের বিরুদ্ধে এক প্রকার উস্কানিমূলক চক্রান্ত চলছে, সেই সময় খোদ আর জি কর হাসপাতালে পুলিশের হাত থেকে রাখি পরলেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। অন্যদিকে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার বিচারের দাবিতে বিচারের দাবি জানানো আর্ম ব্যান্ড বাঁধলেন পুলিশকর্মীরাও।

রাখির দিন আর জি করের পড়ুয়ারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবছর তাঁরা কালো রাখি পরবেন। নির্যাতিতার বিচারের দাবির পাশাপাশি তাতে নিরাপত্তার দাবির কথা থাকবে। সকাল থেকে সেই মতই রাখি পরেননি তাঁরা। সকালে সেখানেই বিচারের দাবি জানিয়ে কালো ব্যান্ড পরেন। আর তারপরেই আর জি করের পরিবেশ যেন একটু হালকা হয়ে যায়।

কলকাতা পুলিশের ছোট্ট প্রতীক দেওয়া রাখি পরার অনুরোধ ফেলেননি আর জি করের আন্দোলনকারী ডাক্তাররা। সৌভ্রাত্বের প্রতীক কলকাতা পুলিশের থেকে গ্রহণ করেন পুরুষ থেকে মহিলা ডাক্তাররা। তাঁরা জানান, যে কোনও সমস্যায় আগে কলকাতা পুলিশকেই প্রয়োজন হবে। যেন তাঁদের পাশে পান, সেই আশাতেই তাঁদের থেকে রাখি পরেছেন তাঁরা।

কলকাতা পুলিশকর্মীরা জানান, যা ঘটেছে তার সঠিক বিচার তাঁরাও দাবি করছেন। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন কিছু কোনওদিনও না ঘটে তার প্রার্থনাও তাঁরা করেন। কলকাতা পুলিশকেও নিরাপত্তায় যে কোনও পরিস্থিতিতে পাশে পাওয়ার দাবি জানান পড়ুয়ারা।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version