Tuesday, May 20, 2025

দুর্গাপুজো বন্ধের চক্রান্তের বিরোধিতায় বিজ্ঞপ্তি জারি ফোরাম ফর দুর্গোৎসবের

Date:

Share post:

আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঘটনার প্রভাব যাতে দুর্গাপুজোয় না পড়ে, সেই অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল ফোরাম ফর দুর্গোৎসব। দুর্গোৎসবের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা। তাঁদের ‘পেটে লাথি মারার’ কারোর কোনও অধিকার নেই, সাফ জানিয়ে দিলেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু। একইসঙ্গে তাঁর অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গাপুজো বন্ধের চক্রান্ত করা হচ্ছে।

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেক ক্লাবই সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে। কেউ আবার দুর্গাপুজো বয়কটের ডাক দিয়েছেন। এহেন পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে ফোরাম ফর দুর্গোৎসব জানিয়েছে, আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোকাহত এবং বিপর্যস্ত। ফোরাম ফর দুর্গোৎসব অবিলম্বে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। সকলের কাছে অনুরোধ দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গোৎসবকে জড়িয়ে দেবেন না।”

এই প্রসঙ্গে ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন,”দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বর্তমানে দুর্গাপুজোটা শুধুই কোনও উৎসব নয়, এটি বাংলার অর্থিনীতির বড় অঙ্গ। দুর্গোৎসবের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা। তাঁদের পরিবারের পেটে লাথি মারার কারোর অধিকার নেই।” একইসঙ্গে তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গাপুজো বন্ধের চক্রান্ত করা হচ্ছে। যারা দুর্গাপুজো চায় না আর জি করের ঘটনার মধ্য দিয়ে তাঁদের আরও একবার নোংরা রাজনীতি সামনে আসছে।

আরও পড়ুন- CBI তদন্তে ‘অসন্তোষ’! আন্দোলন এখনই প্রত্যাহার নয় আর জি করে


 

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...