Thursday, August 28, 2025

আজ ফের সিজিওতে তলব, জোরালো হচ্ছে সন্দীপের পলিগ্রাফ টেস্টের সম্ভাবনা!

Date:

আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) কি সত্যি কথা বলছেন? ধোঁয়াশায় সিবিআই অফিসাররা। গত শুক্রবার থেকে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। সোমবার ও প্রায় ১২ ঘণ্টা সিজিওতে (CGO) ছিলেন সন্দীপ। রাত ১১টা নাগাদ বেরিয়ে যান। এরপর আজ মঙ্গলবার ফের তলব করা হয়েছে। সূত্রের খবর তাঁর কথায় বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন সিবিআই (CBI ) কর্তারা। তাহলে কি সঞ্জয়ের মত সন্দীপের ও পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) হতে পারে? জোরালো হচ্ছে সম্ভাবনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ডেডলাইন পার, CBI কেস হাতে নেওয়ার পর প্রায় ৭ দিন কেটে গেলেও তদন্তে বিশেষ কোনও অগ্রগতি নেই। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। প্রাক্তন অধ্যক্ষকে এক নাগাড়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের একটি সূত্র বলছে, তরুণী ডাক্তার ছাত্রীর মৃত্যুর পরে তিনি কী কী নির্দেশ দেন এবং পদক্ষেপ করেন— সে প্রসঙ্গে সন্দীপের বয়ানে নানা অসঙ্গতি ধরা পড়ছে। তাহলে কি ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছেন তিনি? বারবার নিজের বয়ান বদল করছেন সন্দীপ। সাক্ষীদের সঙ্গে তাঁর বয়ান মিলছে না। চারদিনে প্রায় পঞ্চাশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের থেকে কিছুই জানতে পারছে না সিবিআই। বাড়ছে সন্দেহ। এ সব কারণেই সন্দীপেরও পলিগ্রাফ টেস্ট নির্ভরযোগ্য বলে তদন্তকারী দলের একাংশ মনে করছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট ত্রুটিপূর্ণ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version