R G Kar-কাণ্ডের জের! স্বাস্থ্যভবনের স্ক্যানারে রাজ্যের সব মেডিক্যাল কলেজ, রিপোর্ট যাবে নবান্নে

0
1

আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে স্বাস্থ্যভবন। এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের স্ক্যানার রাজ্যের সব মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ-উপাধ‌্যক্ষ। রাজ্যের অন্য মেডিক্যাল কলেজগুলিতেও কোনও আর্থিক অনিয়ম রয়েছে কি না তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন।প্রশাসনিক সূত্রে খবর, আগেও বিভিন্ন মেডিক্যাল কলেজে ওষুধ, রোগীদের খাবার, বিভিন্ন নির্মাণকাজ বা মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার ঘিরে হাসপাতালের কর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তাই এই ধরনের টেন্ডার কারা পেয়েছেন, কোন পদ্ধতিতে তা বিলি হয়েছে, নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না সে বিষয়ে সবিস্তারে খোঁজ নিতে বলা হয়েছে। কোনও রকম অনিয়মের তথ্য ধরা পড়লে তা স্বরাষ্ট্র দফতরকে জানাতে বলা হয়েছে। আগে কোনও মেডিক্যাল কলেজের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ উঠেছিল কি না, রিপোর্টে তা উল্লেখ করতে বলা হয়েছে।

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College) সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সেখানে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। কিন্তু সেই কোনও তদন্ত হয়নি বলে অভিযোগ। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পরে এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ওই হাসপাতালে কোনও রকম আর্থিক দুর্নীতি হয়েছিল কি না, তা জানতে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) তৈরি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। এ বার স্বাস্থ্য দফতরের নজরে রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলিও। লিখিত নির্দেশ জারি না-হলেও সেগুলির আর্থিক দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করল নবান্ন।