Sunday, November 9, 2025

R G Kar-কাণ্ডের জের! স্বাস্থ্যভবনের স্ক্যানারে রাজ্যের সব মেডিক্যাল কলেজ, রিপোর্ট যাবে নবান্নে

Date:

আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে স্বাস্থ্যভবন। এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের স্ক্যানার রাজ্যের সব মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ-উপাধ‌্যক্ষ। রাজ্যের অন্য মেডিক্যাল কলেজগুলিতেও কোনও আর্থিক অনিয়ম রয়েছে কি না তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন।প্রশাসনিক সূত্রে খবর, আগেও বিভিন্ন মেডিক্যাল কলেজে ওষুধ, রোগীদের খাবার, বিভিন্ন নির্মাণকাজ বা মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার ঘিরে হাসপাতালের কর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তাই এই ধরনের টেন্ডার কারা পেয়েছেন, কোন পদ্ধতিতে তা বিলি হয়েছে, নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না সে বিষয়ে সবিস্তারে খোঁজ নিতে বলা হয়েছে। কোনও রকম অনিয়মের তথ্য ধরা পড়লে তা স্বরাষ্ট্র দফতরকে জানাতে বলা হয়েছে। আগে কোনও মেডিক্যাল কলেজের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ উঠেছিল কি না, রিপোর্টে তা উল্লেখ করতে বলা হয়েছে।

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College) সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সেখানে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। কিন্তু সেই কোনও তদন্ত হয়নি বলে অভিযোগ। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পরে এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ওই হাসপাতালে কোনও রকম আর্থিক দুর্নীতি হয়েছিল কি না, তা জানতে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) তৈরি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। এ বার স্বাস্থ্য দফতরের নজরে রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলিও। লিখিত নির্দেশ জারি না-হলেও সেগুলির আর্থিক দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করল নবান্ন।






Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...
Exit mobile version