Saturday, August 23, 2025

এবার সন্দীপকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরিয়ে দিল রাজ্য, ঘোষণা স্বাস্থ্যসচিবের

Date:

আর জি কর কাণ্ডে বড় আপডেট। এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদ থেকেও সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। পাশাপাশি আর জি কর হাসপাতালের বর্তমান অধ্যক্ষ ডঃ সুহৃতা পালকে অপসারণ করা হল। বুধবার রাতে এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

এর পাশাপাশি আর জি করের বর্তমান সুপার ও চেস্ট বিভাগের এইচওডিকেও অপসারণ করেছে স্বাস্থ্য দফতর। তাঁর জায়গায় মানস বন্দ্যোপাধ্যায়কে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হল। স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেওয়া হল বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের পর তুমুল বিতর্কের মাঝেই পদত্যাগ করেছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর আর জি কর থেকে সরিয়ে সন্দীপকে যে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যক্ষ করা হয়েছিল, সেই সিদ্ধান্ত থেকেও এবার সরে এলো রাজ্য।

অন্যদিকে সন্দীপের আর জি করের পদত্যাগের পর তাঁর পরিবর্তে ওই পদে দায়িত্ব পেয়েছিলেন সুহৃতা পাল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তিনি বড়ই নিষ্ক্রিয়। দায়িত্ব নেওয়ার পর সেভাবে হাসপাতালে তাঁর দেখাই মেলেনি। এমনকি, মেয়েদের রাত দখলের রাতে আর জি করে দুষ্কৃতী তাণ্ডবের সময়ও হাসপাতালে ছিলেন না তিনি। এবার তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকারের।

আরও পড়ুন- এবার অপসারিত আর জি কর হাসপাতালের নয়া অধ্যক্ষ সুহৃতা পাল সহ আর কিছু আধিকারিক

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version