টিম ইন্ডিয়ার আগামী বছরের সূচি ঘোষণা বিসিসিআই-এর, ইংল্যান্ডের বিরুদ্ধে কবে নামবেন রোহিতরা ?

এদিন বিসিসিআই যে সূচি ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে, প্রথম টেস্ট শুরু ২০ জুন।

আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর সেই সূচি এদিন ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০ জুন প্রথম টেস্ট।

এদিন বিসিসিআই যে সূচি ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে, প্রথম টেস্ট শুরু ২০ জুন। এই সিরিজের প্রথম টেস্ট হবে হেডিংলিতে। ২০ জুন থেকে ২৪ জুন লিডস ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে শুরু। এই ম্যাচটি হবে এজবাস্টনে। ১০ জুলাই থেকে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে। চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে। ৩১ জুলাই থেকে শুরু হবে এই টেস্ট।

 

২০০৭ সালের পর ভারত কখনও ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। ২০২১-২২ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সেবার ২-২ ব্যবধানে সিরিজ ড্র হয়। কিন্তু এবার ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন- আগামিকাল ডুরান্ড কোয়ার্টার ফাইনালে বাগানের সামনে পাঞ্জাব, ম্যাচ নিয়ে কী বললেন সবুজ-মেরুন কোচ ?