Tuesday, November 4, 2025

নারী সুরক্ষা তলানিতে, বিজেপি শাসিত রাজ্যে অব্যাহত ধর্ষণ-যৌন হেনস্থা! 

Date:

বিজেপি শাসিত একাধিক ডবল ইঞ্জিন রাজ্যে ধর্ষণ এবং যৌন হেনস্থার শিকার শিশু কিংবা কিশোরী। সময় যত গড়াচ্ছে এমনই একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। এবার মহারাষ্ট্রের (Maharashtra) থানে, আকোলার পরে এবার বানিজ্যনগরী মুম্বাইতে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ১৩ বছরের এক নাবালিকাকে। অন্যদিকে, রাজস্থানের (Rajasthan) প্রতাপনগরে এক হোমগার্ডের যৌনলালসার শিকার হয়েছে ৩ বছরের এক শিশু। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ঘটনাটি প্রকাশ্যে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় নাবালিকার সঙ্গে আলাপ হয়েছিল ২১ বছরের এক যুবকের। হোটেলকর্মী ওই যুবকের কথামতো কিশোরীটি দেখা করে তার সঙ্গে। এরপরই তাকে ফুঁসলে আন্ধেরির একটি জায়গায় নিয়ে যায় যুবক। সেখানেই কিশোরীটিকে ধর্ষণ করে সে। এখানেই শেষ নয়, ১৫ অগাস্ট গুজরাটের একটি গ্রামে নিয়ে গিয়ে কিশোরীটিকে লাগাতার ধর্ষণ করে অভিযুক্ত। যদিও বেশ কয়েকদিন পর কোনওরকমে বাড়ি ফিরে আসে কিশোরী। পরিবারকে সবকিছু জানালে ইনস্টাগ্রামে ছবি দেখে অভিযুক্তকে চিহ্নিত করে নির্যাতিতার পরিবারের লোকজন। অভিযোগ দায়ের করা হয় স্থানীয় ভাকোলা থানায়। এরপর তদন্তে নেমে গোরগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে।

অন্যদিকে, রাজস্থানে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। সূত্রের খবর, বাড়ির সামনে বসে খেলা করছিল ৩ বছরের ছোট্ট শিশুটি। মোটরবাইকে চেপে সেখান দিয়ে যাচ্ছিল অভিযুক্ত হোমগার্ড। বাইক থামিয়ে বাড়ির সামনে চাতালে বসে শিশুটির যৌন নিগ্রহের অভিযোগ ওঠে অভিযুক্তর বিরুদ্ধে। পরে শিশুটি আর্তনাদ করে উঠলে চম্পট দেয় অভিযুক্ত। আশপাশের লোকজন ছুটে আসে। পরে বাড়ি ফিরে সবকিছু জানায় নির্যাতিতা। সঙ্গে সঙ্গে পুলিশকে গোটা ঘটনাটি জানান শিশুটির অভিভাবকরা। এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। ঘটনায় বিজেপি পুলিশের অপদার্থতা নিয়ে উঠছে প্রশ্ন। অবিলম্বে দোষী হোমগার্ডকে গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার দাবি জানায় উত্তেজিত জনতা। শেষ পর্যন্ত অভিযুক্ত হোমগার্ডকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। ইতিমধ্যে পকসো আইনে মামলা দায়ের হয়েছে অভিযুক্ত বিরুদ্ধে।


Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version