Friday, August 22, 2025

দ্রুত কাজে যোগ দিন, আন্দোলনরত চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস সুপ্রিম কোর্টের

Date:

আর জি কর (RG Kar Medical College and Hospital) মামলার দ্বিতীয় শুনানিতে আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বৃহস্পতিবার গোটা দেশের নজর শীর্ষ আদালতে (Supreme Court)। প্রধান বিচারপতি ছাড়াও এই মামলার ডিভিশন বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি জেবি পারদিওয়ালা (JB Pardiwala) এবং বিচারপতি মনোজ মিশ্র (Manoj Mishra)। আর জি কর হাসপাতালে হামলার ঘটনার স্ট্যাটাস রেকর্ড জমা দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। তদন্তের গতিপ্রকৃতির স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও (CBI)। এদিন শুনানি শুরুতেই ডাক্তারদের টানা ৩৬ ঘণ্টা ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। চিকিৎসকদের তরফে আইনজীবীরা জানান, জুনিয়র এবং রেসিডেন্ট ডাক্তারদের ক্রমাগত হুমকি পেতে হচ্ছে। পরীক্ষায় বসতে দেওয়া হবে না, ছুটি কাটা যাবে , ফাইন দিতে হবে – এই ধরণের নানা অভিযোগ রয়েছে আন্দোলনরত চিকিৎসকদের। আইনজীবীরা জানান ডাক্তাররা আতঙ্কিত, হাসপাতালে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে । এরপরই বিচারপতি বলেন, কাদের নিশানা করা হচ্ছে তা মুখবন্ধ খামে আদালতকে জমা দিতে বলুন। সিআইএসএফ (CISF) তাঁদের নিরাপত্তা দেবে। কিন্তু দেশের মানুষের স্বার্থে কর্মবিরতি চালিয়ে যাওয়া উচিত নয়।

আর জি কর মামলার শুনানিতে চিকিৎসকদের আইনজীবী আদালতে বলেন, রাজ্য এমন একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে, যাতে তাদের নিয়ন্ত্রণ রয়েছে। প্রধান বিচারপতি জানান এই মুহূর্তে ডাক্তারদের কাজে ফেরা দরকার। প্রয়োজনে তাঁদের সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে। কর্মবিরতির জন্য কোনও রকমের ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তায় পোর্টাল তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের।


Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version