Sunday, November 9, 2025

ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি স্বামী! নির্যাতনের মামলা দায়ের বধূর, কী জানাল আদালত

Date:

প্রতিদিন নানা ধরনের মামলা ওঠে আদালতে। সওয়াল-জবাব শোনেন বিচারক-বিচারপতিরা। তা বলে, স্বামী ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি বলে নির্যাতনের মামলা! শুনতেই চাইলেন না বিচারপতি। মামলাটিতে স্থগিতাদেশ দিল কর্নাটক হাই কোর্ট (Karnataka High Court)।

৪৯৮- এ ধারায় মামলায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেছিলেন এক বধূ। তাঁর অভিযোগ, একটু ফ্রেঞ্চ ফ্রাই (French Fry) খেতে চেয়েছিলেন তিনি। বারবার নাকচ করে দিচ্ছিলেন স্বামী। সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই তাঁকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকী, মুখে তুলতে দেওয়া হয়নি ভাত ও মাংসও। মহিলার দাবি, এইসব ‘অত্যাচার’ ছাড়া কিছু নয়। দিনের পর দিন ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে ৪৯৮- এ ধারায় মামলা দায়ের করেছিলেন তিনি। অভিযুক্ত স্বামীর পাল্টা যুক্তি ছিল, সন্তান হওয়ার কারণেই তাঁকে ওই সব খেতে বারণ করা হয়েছিল।

স্বামীর অভিযোগ, সন্তান হওয়ার আগে স্ত্রীর সঙ্গে তিনি ৬ বছর আমেরিকায় (America) থাকতেন। ওই সময় স্ত্রী শুধু মোবাইল ও টিভিতে মগ্ন থাকতেন। বাড়ির কোনও কাজ করতেন না। সংসারের সমস্ত কাজ করতে স্বামীকে বাধ্য করা হত বলে অভিযোগ করেন ওই যুবক। দুই পক্ষের বক্তব্য শোনার পরে ‘বিরক্ত’ বিচারপতির মন্তব্য, ‘তুচ্ছ ঘটনা’। অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া হলে আদালত অবমাননা করা হবে। আগেই এই ‘উদ্ভট’ মামলা থেকে রেহাই পেয়েছিলেন মামলাকারী মহিলার শ্বশুরবাড়ির লোকেরা। এবার স্বামীর উপরে মামলাও স্থগিত করল উচ্চ আদালত। শুনানির সময় স্বামীর আবেদন ছিল তাঁকে কাজের জন্য আমারিকা যেতে দেওয়া হোক। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version