ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি স্বামী! নির্যাতনের মামলা দায়ের বধূর, কী জানাল আদালত

৪৯৮- এ ধারায় মামলায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেছিলেন এক বধূ

প্রতিদিন নানা ধরনের মামলা ওঠে আদালতে। সওয়াল-জবাব শোনেন বিচারক-বিচারপতিরা। তা বলে, স্বামী ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি বলে নির্যাতনের মামলা! শুনতেই চাইলেন না বিচারপতি। মামলাটিতে স্থগিতাদেশ দিল কর্নাটক হাই কোর্ট (Karnataka High Court)।

৪৯৮- এ ধারায় মামলায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেছিলেন এক বধূ। তাঁর অভিযোগ, একটু ফ্রেঞ্চ ফ্রাই (French Fry) খেতে চেয়েছিলেন তিনি। বারবার নাকচ করে দিচ্ছিলেন স্বামী। সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই তাঁকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দেননি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকী, মুখে তুলতে দেওয়া হয়নি ভাত ও মাংসও। মহিলার দাবি, এইসব ‘অত্যাচার’ ছাড়া কিছু নয়। দিনের পর দিন ‘অত্যাচার’ সহ্য করতে না পেরে ৪৯৮- এ ধারায় মামলা দায়ের করেছিলেন তিনি। অভিযুক্ত স্বামীর পাল্টা যুক্তি ছিল, সন্তান হওয়ার কারণেই তাঁকে ওই সব খেতে বারণ করা হয়েছিল।

স্বামীর অভিযোগ, সন্তান হওয়ার আগে স্ত্রীর সঙ্গে তিনি ৬ বছর আমেরিকায় (America) থাকতেন। ওই সময় স্ত্রী শুধু মোবাইল ও টিভিতে মগ্ন থাকতেন। বাড়ির কোনও কাজ করতেন না। সংসারের সমস্ত কাজ করতে স্বামীকে বাধ্য করা হত বলে অভিযোগ করেন ওই যুবক। দুই পক্ষের বক্তব্য শোনার পরে ‘বিরক্ত’ বিচারপতির মন্তব্য, ‘তুচ্ছ ঘটনা’। অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া হলে আদালত অবমাননা করা হবে। আগেই এই ‘উদ্ভট’ মামলা থেকে রেহাই পেয়েছিলেন মামলাকারী মহিলার শ্বশুরবাড়ির লোকেরা। এবার স্বামীর উপরে মামলাও স্থগিত করল উচ্চ আদালত। শুনানির সময় স্বামীর আবেদন ছিল তাঁকে কাজের জন্য আমারিকা যেতে দেওয়া হোক। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি।