বারবার ডেডলাইন দেওয়া সত্ত্বেও দ্বিতীয় বিচারবিভাগীয় পে কমিশনের নির্দেশিকা কার্যকর হয়নি। এই অভিযোগে পশ্চিমবঙ্গ-সহ ১৮ টি রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) সুপ্রিম কোর্টে (Supreme Court) হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সশরীরে হাজিরা দিতে হবে তাঁদের। না হলে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
বৃহস্পতিবার, মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন, কেন নির্দেশ কার্যকর করা হল না- ২৭ অগাস্ট শুনানির দিন সশরীরে হাজিরা দিয়ে মুখ্যসচিবদের সেই ব্যাখ্যা দিতে হবে। ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ দেওয়ার আবেদন করা হলেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সাফ জানান, সশরীরেই হাজিরা দিতে হবে। হাজিরা না দিলে, মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।