Thursday, August 21, 2025

সশরীরে হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা! ১৮ টি রাজ্যের মুখ্যসচিবকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

Date:

বারবার ডেডলাইন দেওয়া সত্ত্বেও দ্বিতীয় বিচারবিভাগীয় পে কমিশনের নির্দেশিকা কার্যকর হয়নি। এই অভিযোগে পশ্চিমবঙ্গ-সহ ১৮ টি রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) সুপ্রিম কোর্টে (Supreme Court) হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সশরীরে হাজিরা দিতে হবে তাঁদের। না হলে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।বারবার সময়সীমা বেঁধে দেওয়া হলেও, পশ্চিমবঙ্গ-সহ ১৮ টি রাজ্যে রাজ্যে প্রাক্তন বিচারপতি এবং বিচারবিভাগীয় আধিকারিকদের সুপ্রিম কোর্ট নির্দেশিত বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশন (All India judges Association)। অভিযোগ, সুপ্রিমো কোর্টের (Supreme Court) একাধিক নির্দেশ সত্ত্বেও ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের (National Judicial Pay Commission)-এর সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচার বিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি ১৮টি রাজ্য। তালিকায় বাংলা ছাড়াও রয়েছে অসম, নাগাল্যান্ড, মেঘালয়, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা ও গোয়া।

বৃহস্পতিবার, মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন, কেন নির্দেশ কার্যকর করা হল না- ২৭ অগাস্ট শুনানির দিন সশরীরে হাজিরা দিয়ে মুখ্যসচিবদের সেই ব্যাখ্যা দিতে হবে। ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার সুযোগ দেওয়ার আবেদন করা হলেও তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সাফ জানান, সশরীরেই হাজিরা দিতে হবে। হাজিরা না দিলে, মুখ্যসচিবদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।






Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version