Sunday, November 2, 2025

বড় সাফল্য রাজ্য পুলিশের, ১০ দিনে আদিবাসী তরুণী খুনের কিনারা SIT-এর

Date:

বড়সড় সাফল্য রাজ্য পুলিশের (West Bengal Police)। ১০ দিনের মধ্যেই বর্ধমানের (Burdwan) আদিবাসী তরুণী খুনের ঘটনার কিনারা করল ৯ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট (SIT)। শুক্রবার রাতে নিহত প্রিয়াঙ্কা হাঁসদার ঘনিষ্ঠ বন্ধু অজয় টুডুকে (২৮) গ্রেফতার করে সিট। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হবে বলে খবর।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদ্বীপ সিং জানিয়েছেন, ধৃত পশ্চিম মেদিনীপুরের ডেবরার কাকরাপুঞ্জি গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে সিট। রাতেই তাকে বর্ধমানে আনা হয়েছে। ১৪ আগস্ট বাড়ির পিছনের মাঠ থেকে বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনার দু’দিন আগে বেঙ্গালুরু থেকে বেসরকারি সংস্থায় চাকরির প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফিরেছিলেন তরুণী। ঘটনার দিন রাতে তাঁর মোবাইলে একটি ফোন আসে। শৌচালয়ে যাবেন বলে ঘর থেকে বেরলেও ফেরেননি তিনি। কিছুক্ষণ পরে তরুণীর দেহ উদ্ধার হয়।

এদিকে ঘটনার পরই সিট গঠন করে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে ওই তরুণীর ঘনিষ্ঠ বন্ধু অজয়ের নাম। পুলিশ সূত্রে খবর, প্রিয়াঙ্কাকে খুনের পর আততায়ী ধারাল অস্ত্র ও তরুণীর মোবাইলটি নিয়ে চম্পট দেয়। সেই মোবাইলের সূত্র ধরে ও আরও বেশ কিছু তথ্যের ভিত্তিতে আততায়ীকে চিহ্নিত করে। পুলিশ জানতে পারে কাজের সূত্রে বেঙ্গালুরুতে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচয় হয় অজয়ের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। এদিকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শুক্রবার হাই কোর্টের দ্বারস্থ হন তরুণীর বাবা সুকান্ত হাঁসদা। তার কয়েকঘণ্টার মধ্যেই সিটের জালে অভিযুক্ত।


Related articles

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের...

বিয়ে ভাঙলেও দায়িত্ব ছাড়েননি মেয়ে ‘ডোম’ টুম্পা

চাকুরিরতা পাত্রীর জন্য সম্বন্ধ আসে। কিন্তু যখনই জীবিকার কথা শোনে পাত্রপক্ষ-ভেঙে যায় বিয়ে। আজ যখন ভারতীয়দলের জার্সি গায়ে...

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...
Exit mobile version