Saturday, November 29, 2025

স্বাস্থ্যক্ষেত্রে বেনিয়ম বরদাস্ত নয়, সরানো হল কলকাতা মেডিক্যালের ডিনকে!

Date:

Share post:

আর জি করের ঘটনার পরে প্রকাশ্যে এসেছে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির একাধিক বেনিয়মের অভিযোগ। স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা একাধিক বেনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ সামনে এসেছে। কোনওরকম বেনিয়ম যে স্বাস্থ্য দফতর বরদাস্ত করবে না, শনিবার তা আবারও স্পষ্ট করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। বেনিয়মের অভিযোগে সরিয়ে দেওয়া হল মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্স অ্যাফেয়ার্সকে।

মেডিক্যাল কলেজের এক ছাত্রী অভিযোগ করেন হস্টেলের বেড পেতে হলে তৃণমূল ছাত্র পরিষদ করতেই হবে, এমনটাই নাকি শর্ত দিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের একাংশ। অভিযোগ সামনে আসার পরে তদন্ত কমিটি গঠন করেছিল কলেজ কাউন্সিল। সেই রিপোর্ট জমা পড়তেই পদ থেকে সরানো হল কলেজের ডিন মানব নন্দী সহ পাঁচজনকে। মহিলা হস্টেলের সুপার ডাঃ সুহেনা সরকার ও শবব্যবচ্ছেদ বিভাগের অধ্যাপক ডাঃ ঈশিতা সেনগুপ্তকে সরিয়ে দেয় কলেজ কাউন্সিল।

অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে গত ১০ জুন। পড়ুয়াদের দাবি ছিল হস্টেল সুপার নাকি বলেছেন তৃণমূল ছাত্র পরিষদ না করলে বেড পাওয়া যাবে না। ওই দিন মেডিক্যাল কলেজের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ-ও দেখিয়েছিলেন পড়ুয়ারা। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত কমিটি গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার কলেজ কাউন্সিলের বৈঠকে তদন্তের রিপোর্ট পেশ করেছিল কমিটি। তা নিয়ে আলোচনা করতে শনিবার ফের জরুরি বৈঠক ডেকেছিল কাউন্সিল। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ডিন সহ পাঁচজনের অপসারণের। শুধু তাই নয়, বলা হয়েছে এঁরা কলেজের কোনও প্রশাসনিক পদ বা শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত থাকতে পারবেন না। কাউন্সিলের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...