Wednesday, November 5, 2025

নেপালের দুর্ঘটনায় মৃত ৪১ জনের অধিকাংশই মহারাষ্ট্রের, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

Date:

নেপালের (Nepal) বাস দুর্ঘটনায় (Bus Accident) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪১। শুক্রবার দুপুরে নেপালের পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল ভারতীয় যাত্রীবোঝাই বাসটি। কিন্তু আচমকাই বাসটি তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে উল্টে যায়। তবে উদ্ধারকাজ শুরু হলেও লাভের লাভ কিছুই হয়নি। যাত্রীদের অনেককেই বাঁচানো যায়নি বলে খবর। এদিকে মহারাষ্ট্রের (Maharashtra) মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার রাতে জানিয়েছেন মৃতদের মধ্যে অধিকাংশ যাত্রীই মহারাষ্ট্রের বাসিন্দা।

মন্ত্রী গিরিশ মহাজন জানিয়েছেন, শনিবারই তাঁদের দেহ দেশে ফেরানো হবে । মহারাষ্ট্র সরকার এ বিষয়ে ইতিমধ্যে দিল্লির সঙ্গেও যোগাযোগ করেছে। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার কপ্টারে মৃতদের উড়িয়ে আনা হবে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। এদিকে শুক্রবার দুর্ঘটনার খবর পেয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। নেপালে মৃত ভারতীয়দের দেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে মহারাষ্ট্র সরকারকে কেন্দ্র সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন শাহ।


সূত্রের খবর, শনিবারই নেপাল থেকে ২৪ মৃতদেহ দেশে ফিরিয়ে আনবে ভারতীয় বায়ুসেনা। মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসার পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। নেপালে ঘুরতে গিয়ে ভারতীয় যাত্রীদের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version